গেইলকে ছাড়িয়ে অস্ট্রেলিয়াকে হারালেন লুইস
১৭ জুলাই ২০২১ ১৪:৪০
আরেকটা হাইভোল্টেজ ম্যাচ উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া। দুই দলের ব্যাটাররা পাল্লা দিয়ে রান তুলেছেন। তবে এবারও শেষ হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চমটিতে ১৬ রানে জিতেছেন ক্যারিবিয়ানরা। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে দারুণ একটা রেকর্ড গড়েছেন এভিন লুইস। ক্রিস গেইলকে বলা হয় টি-টোয়েন্টি রাজা। সেই গেইলকে মাঠে স্বাক্ষী রেখেই তার দ্রুততম একশ ছক্কার রেকর্ড নিজের নামে লিখে নিয়েছেন তরুণ লুইস।
টস জেতা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিং করতে নেমে ৩৪ বলে ৭৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলার পথে ছক্কা মেরছেন ৯টি। আট নম্বর ছক্কা মেরে ক্রিস গেইলকে পেছনে ফেলে দ্রুততম ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪৯তম ম্যাচ খেলতে নেমে দ্রুততম একশ ছক্কার রেকর্ড গড়েছিলেন গেইল। আজ ৪২তম ম্যাচ খেলতে নেমেই একশ ছক্কার দেখা পেয়েছেন লুইস। গেইল আজ ৭ বলে ২টি করে চার ছয়ে ২১ রান করেছেন। ভারপ্রাপ্ত অধিনায়াক নিকোলাস পুরান ১৮ বলে করেছেন ৩১। যাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
পরে জবাব দিতে নেমে বড় জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। অন্দ্রে রাসেল ও শেলডন কটরেলের পেসে নিয়মিত উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি তুলতে পারেননি সফরকারীরা। সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক আরন ফিঞ্চ। ৩০ রান করেছেন মিচেল মার্শ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল ও কটরেল তিনটি করে উইকেট নিয়েছেন।