Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২১ ১৪:৩৫

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অগাস্টের শুরুতে এক সপ্তাহের মধ্যেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এখবর বেশ আগেই প্রকাশিত হলেও অবশেষে প্রকাশিত হলো সিরিজটির সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি জানিয়েছে আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে সিরিজটি।

বৃহস্পতিবার (২২ জুলাই) এক বিবৃতিতে বিসিবি জানায়, ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অজিরা। এরপর দুই দিনের কোয়ারেনটাইন শেষ করে শুরু করবে অনুশীলন।

বিজ্ঞাপন

কোয়ারেনটাইন পর্ব শেষে ৩ আগস্ট থেকে শুরু হবে সিরিজ। এই সিরিজের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের সবকটি ম্যাচ দিবারাত্রির হলেও এখন পর্যন্ত সময় জানায়নি বিসিবি।

সিরিজটি ৩ আগস্ট শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। অর্থাৎ মাত্র ৭ দিনেই পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৩ আগস্ট প্রথমটি এরপরের দিনই হবে দ্বিতীয় ম্যাচটি। তারপর  ৫ আগস্ট একদিনের বিশ্রামের পর ৬ ও ৭ তারিখ সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে। ৮ তারিখ বিশ্রাম নিয়ে ৯ তারিখ ৫ম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে কঠোর সুরক্ষা বলয় নিশ্চিত করে আয়োজিত হবে এই সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথমটিতে আজ হারারেতে মাঠে নামবে বাংলাদেশ দল। দুই দলের এই সিরিজটি শেষ হবে  ২৫ জুলাই। এরপর দেশে ফিরে ক্রিকেটারদের আর নিজ বাসায় ফেরার সুযোগ নেই। বিমানবন্দর থেকেই যেতে হবে হোটেলে। অর্থাৎ এক সুরক্ষা বলয় থেকে তাদের সরাসরি প্রবেশ করতে হবে আরেক সুরক্ষা বলয়ে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সিরিজ শেষে এরপর মিলবে ক্রিকেটারদের ছুটি।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সূচি ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর