প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২২ জুলাই ২০২১ ১৬:০২
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটা শুরু হবে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায়, বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। এটি বাংলাদেশের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
এর আগে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে স্বাগতিকদের ধবলধোলাই করেছে বাংলাদেশ দল।
রোডেশিয়ানদের বিপক্ষে খেলা শেষ চারটি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ দল। শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগাররা হেরেছিল পাঁচ বছর আগে ২০১৬ সালে। মাশরাফি বিন মুর্ত্তজার নেতৃত্বাধীন টাইগাররা খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সেবার হেরেছিল ১৮ রানের ব্যবধানে।
পাঁচ বছর আগের সেই হারটাই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হার। এরপর আরও চারটি টি-টোয়েন্টি খেললেও একটিতেও পা হড়কায়নি টাইগাররা। দুই দলের মুখোমুখি মোট ১৩ দেখায় ৯বার জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে ৪বার জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে।
সারাবাংলা/এসএস
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টস টি-টোয়েন্টি সিরিজ প্রথম টি-টোয়েন্টি