Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় যাচ্ছে চার সদস্যের বাংলাদেশ দল


৩১ মার্চ ২০১৮ ১৭:৫৯ | আপডেট: ৩১ মার্চ ২০১৮ ১৮:৫৮

সারাবাংলা ডেস্ক

২১তম কমনওয়েলথ গেমস-২০১৮ বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। ৪ এপ্রিল শুরু হবে অ্যাথলেটদের এই মিলনমেলা। অষ্ট্রেলিয়ার গোল্ডকোষ্ট শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর।

আর এই গেমসে অংশগ্রহণের জন্য চার সদস্যের বাংলাদেশ অ্যাথলেটিকস দল শনিবার (৩১ মার্চ) রাতে ঢাকা ত্যাগ করবেন।

এই দলে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন কর্তৃক মনোনীত ১ জন পুরুষ খেলোয়াড়, ১ জন মহিলা খেলোয়াড় ও ১ জন কোচ (মহিলা) অংশগ্রহণ করবেন। দলে খেলোয়াড়, কোচের পাশাপাশি থাকবেন একজন পর্যবেক্ষক।

বাংলাদেশ নৌ বাহিনীর মো. মেজবাহ আহমেদ ১০০মিটার ইভেন্টে অংশ নেবেন। একই সংস্থার শিরিন আক্তার ১০০ ও ২০০ মিটার ইভেন্টে অংশ নেবেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন মনোনীত কোচ হিসেবে থাকবেন খুরশিদা খাতুন। আর পর্যবেক্ষক হিসেবে থাকবেন ফরিদ খান চৌধুরী।

চার সদস্যের দলটি প্রতিযোগিতায় অংশগ্রহণের পর আগামী ১৩ এপ্রিল দেশে ফিরে আসবে বলে এক বিবৃতিতে জানানো হয়।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর