Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারুদে ব্যাটে শামীমের আক্ষেপ মোচন


২৫ জুলাই ২০২১ ২১:৩৮

দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ শেষ করে আসতে পারেননি বলে নিদারুণ আক্ষেপে পুরেছেন শামীম পোটোয়ারী। প্রতিজ্ঞাটি তখনই করে নিয়েছিলেন, আর একবার এমন সুযোগ এলে হাতছাড়া হতে দেওয়া যাবে না। সুবর্ণ সুযোগটি এল ঠিক এক ম্যাচ বাদেই। ব্যাস, বারুদে ব্যাটে দলকে পাহাড়সম লক্ষ্য ডিঙিয়ে নিজের আক্ষেপ ঘোচালেন লাল সবুজের তরুণ এই ব্যাটিং অলরাউন্ডার।

সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শামীম পাটোয়ারী ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন বটে তাতে দল জয়ের মুখ দেখেনি। ফলে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয়েছিল গোটা সফরে দুর্দান্ত খেলা টাইগারদের। যা তরুণ শামীমের মনের আকাশে খেদ’র জন্ম দিয়েছিল। অবশেষে অঘোষিত ফাইনালে ১৫ বলে অপরাজিত ৩১ রানের প্রলয়ী ইনিংসে জিম্বাবুয়ের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ছুঁয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই সস্য। যা তার ক্রিকেটীয় চিত্তে দিয়েছে দোলা।

বিজ্ঞাপন

‘অনেক ভাল লাগতেছে যে গত ম্যাচে শেষ করতে পারিনি। তাই মনে রেখেছিলাম পরের ম্যাচটাই সুযোগ পেলে আমার লক্ষ্য থাকবে শেষ করে আসা। সেই সুযোগটা পেয়ে আমি সফলও হয়েছি তাই অনেক ভাল লাগছে।’

‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশিরভাগ সময়ই ভাল বল আসে, সেগুলোই সাহস করে মারতে হয়। এই দায়িত্ব নিয়ে খেলতে হয়।’

সিকান্দার রাজাদের বিপক্ষে মাহমুদউল্লাহদের এত বড় লক্ষ্য টাপকে ৫ উইকেটের উদ্ভাসিত জয়টি এসেছে ৪ বল বাকি থাকতেই। শামীম অবশ্য বিষয়টি ড্রেসিংরুমে থাকতেই আঁচ করতে পেরেছিলেন যে আজ এমন কিছু হতে চলেছে।

‘যখন সৌম্য-রিয়াদ ভাই ব্যাটিং করছিল তখন সব পজিটিভ ছিল আমাদের দিকে। আমি যখন ড্রেসিংরুমে খেলা দেখছিলাম তখন মনে ছিল যে আজ জিতবো। যেভাবেই হোক আমরা জিতবো ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এতদিন অনূর্ধ্ব-১৯ খেলেছি বা ক্লাব খেলেছি তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন তা বুঝতে পেরেছি এখানে এসে। আমার যেহেতু টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হয়েছে। অতএব আমার জন্য ভাল হয়েছে যে সিরিজ জয় দিয়ে শুরু করেছি। এটা আমার জন্যও ভাল হয়েছে, দলের জন্যও।’ যোগ করেন শামীম পাটোয়ারী।

টপ নিউজ শামীম পাটোয়ারী

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর