জিম্বাবুয়ের বিপক্ষে সফল সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল ৯ টা ২২ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের দুর্বার যোদ্ধারা।
বিমানবন্দরে অবতরণ করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের লক্ষ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যায় ডমিঙ্গো শিষ্যরা।
সেখানে তিন দিনের কোয়ারেনটাইন শেষে বায়ো বাবলে প্রবেশ করবে স্বাগতিক শিবির। এদিকে সিরিজে অংশ নিতে আজ বিকেল ৪:১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ খেলেছে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটি সিরিজের জয়ের তিলক এঁকে মাঠ ছেড়েছে সফরকারীরা।