১৩ বছরের আক্ষেপ ঘুচল শ্রীলংকার
৩০ জুলাই ২০২১ ১৩:০২
জন্মদিনে এর চেয়ে ভালো কিছু হয়তো পেতে পারতেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা! গতকাল নিজের ২৫তম জন্মদিনে মাত্র ৯ রানে চারজন ভারতীয় ব্যাটারকে আউট করেছেন হাসারাঙ্গা। এই স্পিনিং অলরাউন্ডারের দুর্দান্ত বোলিংয়ের দিনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলংকা।
এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নিয়েছেন লংকানরা। এ নিয়ে ১৩ বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল শ্রীলংকা। দ্বীপদেশটি ভারতের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল ২০০৮ সালে।
কাল কলম্বোতে ‘বার্থডে বয়’ হাসারাঙ্গাই ডুবিয়েছেন ভারতকে। এমনিতেই দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলংকায় সিরিজ খেলতে গেছে ভারত। হাসারাঙ্গার দুর্দান্ত বোলিং দ্বিতীয় সারির ভারতীয় ব্যাটিং লাইনআপকে দাঁড়াতেই দেয়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮১ রান তুলতেে পেরেছে আগে ব্যাটং করতে নামা ভারত।
হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ভারতের বিপক্ষে কোনো স্পিনারের এটা সেরা বোলিং। ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন দাশুন শানাকা। ভারতের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। সর্বোচ্চ ২৩ করে অপরাজিত ছিলেন স্পিনার কুলদ্বীপ যাদব। এছাড়া পেসার ভুবনেশ্বর কুমার করেন ১৬ রান।
পরে জবাব দিতে নেমে সহজেই সাত উইকেটের জয় নিশ্চিত করেছে শ্রীলংকা। ১৪.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ৮২ রান তুলে ফেলে শ্রীলংকা। ২০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৮ রান করেছেন মিনোদ ভানুকা। ভারতের হয়ে রাহুল চাহার ১৫ রানে তিন উইকেট নিয়েছেন।