বার্বাডোজ ট্রাইডেন্টসের মালিকানা কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস
৩১ জুলাই ২০২১ ১২:১৭
ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল বার্বাডোজ ট্রাইডেন্টসের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম আগামী আসর থেকে হয়ে যাবে বার্বাডোজ রয়্যালস।
অবশ্য কেবল নামই নয় সেই সঙ্গে ক্রিকেটীয় ব্যাপারগুলোতেও আসছে পরিবর্তন। আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে থাকা কুমার সাঙ্গাকারাও সামনের মৌসুম থেকে বার্বাডোজ রয়্যালসের প্রধান কোচের হিসেবে দায়িত্ব পালন করবেন।
কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের পরে তৃতীয় ফ্রাঞ্চাইজি হিসেবে সিপিএলে দল কিনলে রাজস্থান রয়্যালস। ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি ত্রিনবাগ নাইট রাইডার্স কিনেছিল। এরপর ২০২০ সালে পাঞ্জাব কিংস সেন্ট লুসিয়া জুকস-এর মালিকানা কিনেছিল।
এবারে এই তালিকায় নাম লেখালো রাজস্থান রয়্যালস। ‘দ্য রয়্যালস স্পোর্টস গ্রুপ’ এর প্রধান মনোজ বাদাল জানিয়েছেন, তারা বার্বাডোজের ৮০ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন। আইপিএল বাদেও তারা বিশ্ব জুড়ে রয়্যাল ব্রান্ডটিকে ছড়িয়ে দিতে চান। যে কারণে বার্বাডোজের পূর্বের মালিক ভারতীয় ব্যবসায়ী মনিষ প্যাটেলের কাছ থেকে দলটির মালিকানা কিনে নিয়েছেন।
এব্যাপারে দ্য রয়্যালস স্পোর্টস গ্রুপের প্রধান মনোজ বাদল বলেন, ‘রয়্যাল ব্রান্ড তৈরির পেছনে সবথেকে বড় ধারণা হলো বিশ্বজুড়ে নেটওয়ার্ক স্থাপন করা যেটা আমরা বহু বছর ধরে গড়ে তোলার চেষ্টা করছি। এটা আমাদের জন্য খুবই ভালো একটি সুযোগ ছিল। দ্বিতীয়ত বিশ্ব জুড়ে বিভিন্ন স্থানে ভক্তদের রয়্যালস দলকে সমর্থন দেবার সুযোগ তৈরি করে দেবে। তৃতীয়ত ক্রিকেটের দিক থেকে আমরা চেষ্টা করেছি নতুন কিছু করতে।’
সিপিএলের ফ্র্যাঞ্চাইজি কেনার ব্যাপারে রয়্যালস গ্রুপকে সাহায্য করেছে ‘রেডবার্ড ক্যাপিটালস পার্টনার’। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই কোম্পানিটি সম্প্রতি আইপিএলে রাজস্থান রয়্যালসের ১৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল এবং বস্টন রেড সক্সের সিংহভাগ মালিক।
উল্লেখ্যে, বার্বাডোজ ট্রাইডেন্টস সিপিএলের দুইবারের শিরোপা জয়ী দল। ২০১৪ সালে দলটি সর্বপ্রথম কাইরন পোলার্ডের নেতৃত্বে শিরোপা জেতে। এরপর ২০১৯ সালে জেসন হোল্ডারের নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপা জেতে তারা। এ বছর আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলে বদলে যাওয়া বার্বাডোজ রয়্যালস দলের অধিনায়কত্ব করবেন জেসন হোল্ডারই।
সারাবাংলা/এসএস
আইপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বার্বাডোজ ট্রাইডেন্টস রাজস্থান রয়্যালস সিপিএল