অস্ট্রেলিয়ার অবস্থানে অসন্তুষ্ট ডমিঙ্গো
১ আগস্ট ২০২১ ২০:৩২
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা খুব করেই খেলতে চাইছিলেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ানদের বিপক্ষে খেলার সুযোগ তো আর যখন-তখন মিলে না বাংলাদেশের! টিম ম্যানজেমেন্টও খুব করে চাইছিল মুশফিককে। কারণ গত কয়েক বছর ধরেই দলের সেরা ব্যাটার তিনি। কিন্তু সফরে আসতে অস্ট্রেলিয়া যে এক ডজন শর্ত জুড়ে দেয় তার একটির বলি হয়ে গুরুত্বপূর্ণ এই সিরিজটি খেলা হচ্ছে না মুশফিকের। বিষয়টি নিয়ে ভিষণই বিরক্ত বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হলে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসেন মুশফিক। সব গুছিয়ে তিনি যখন জৈব-সুরক্ষা বলয়ে ঢুকতে চাইলেন তখন অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেছে। অনুরোধ করলেও অস্ট্রেলিয়া এ বিষয়ে অনড় ছিল। বিষয়টি মানতে পারছেন না ডমিঙ্গো। অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া সময়কে অনেক বেশি মনে করছেন তিনি।
সিরিজকে সামনে রেখে আজ প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। এক ফাঁকে ভার্চ্যুয়ালী সংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডমিঙ্গো। মুশফিক প্রসঙ্গ উঠতেই বললেন, ‘মুশফিকের বলয় (দুই সপ্তাহ আগেই জৈব-সুরক্ষা বলয়ে ঢোকার বাধ্যবাধকতা) নিয়ে অস্ট্রেলিয়ার অমন অবস্থানে থাকার ব্যাপারটি আমার বোধগম্য হচ্ছে না। আমি মনে করি, ১০ দিন নিশ্চিতভাবেই যথেষ্ট। এই বিষয়ে তারা যা করেছে তাতে আমি খুবই হতাশ।’
জিম্বাবুয়ে সিরিজে মুশফিকের অনুপস্থিতিতে তার জায়গায় খেলে সফল হতে পারেননি মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত। নুরুল হোসেন সোহানকেও খেলানো হয়েছিল ওই পজিশনে। ডমিঙ্গো বললেন, মুশফিকের অনুপস্থিতিটা তরুণদের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ।
তিনি বলেন, ‘দেখুন, আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। দুয়েক জন তরুণ খেলোয়াড় কিংবা দলে নিয়মিত হতে লড়াই করা কারো জন্য এটা খেলার একটা সুযোগ। ওদের সামর্থ্য নিয়ে আমি নিশ্চিত। মুশফিকের অনুপস্থিতি অবশ্যই বড় ক্ষতি, কিন্তু আমাদের স্কোয়াড বেশ বড় এবং সেখানে তার বদলি হওয়ার জন্য কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে।’