Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে এবার ছিটকে গেলেন অজি পেসার মেরেডিথ

স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২১ ১৩:৪৫

বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার (৩ আগস্ট) থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে মাঠে নামছে টিম অস্ট্রেলিয়া। তবে এর আগে আরও এক দুঃসংবাদ অজি শিবিরে। চোটের কারণে ম্যাচের মাত্র একদিন আগেই ছিটকে গেলেন পেসার রাইলি মেরেডিথ। তাঁর যায়গায় দলে জায়গা পেয়েছেন আরেক পেসার নাথান অ্যালিস।

সোমবার (২ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া-সিএ জানিয়েছে সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন মেরেডিথ। আর তাতেই সাইড বেঞ্চে থাকা নাথান অ্যালিসনের কপাল খুলে গেছে। তবে অ্যালিসও কম যান না। ২৬ বছর বয়সী এই পেসার গত বিগ ব্যাশে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে নজর কাড়েন। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং বেশ কার্যকর।

বিজ্ঞাপন

এর আগে চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং তারকা ব্যাটার স্টিভ স্মিথ। ফিঞ্চের পরিবর্তে বাংলাদেশ সিরিজে অজিদের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডের কাঁধে।

এছাড়াও ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন সহ-অধিনায়ক প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। নিয়মিত এসব খেলোয়াড়কে ছাড়া বাংলাদেশে খেলতে আসা অস্ট্রেলিয়া এমনিতেই খর্ব শক্তির।

গত বিগ ব্যাশে আলো ছড়ানোর পর মেরেডিথকে দলে নিয়েছিল আইপিএলের দল পাঞ্জাব কিংস। ৫ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮ উইকেট তার। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলে নিয়েছেন ৫৫ উইকেট। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচ খেলে তুলেন ৪ উইকেট। অবশ্য ওই সিরিজে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনড্রফ, আলেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড, মোজেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, নাথান অ্যালিস, জস ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, আন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে এটাই তাদের প্রথম দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি শুরু হবে ৩ আগস্ট। দ্বিতীয়টি ৪ আগস্ট, তৃতীয়টি ৬, চতুর্থটি ৭ এবং পঞ্চম ও শেষটি গড়াবে ৯ আগস্ট। প্রতিটি ম্যাচই গড়াবে সন্ধ্যা ৬ টায়।

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জিটিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে র‍্যাবিটহোল বিডিতে।

সারাবাংলা/এসএস

ইনজুরিতে অজি পেসার ইনজুরির হানা টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া রাইলি মেরেডিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর