বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় অস্ট্রেলিয়া
২ আগস্ট ২০২১ ১৫:৫৭
অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। আসন্ন পাঁচ ম্যাচের সিরিজে সেই আক্ষেপটা ঘুচানোর লক্ষ্য টাইগারদের। অজিদের বিপক্ষে সিরিজ জয়ের পরিকল্পনাই করছে বাংলাদেশ। কারণ সিরিজটা দেশের মাটিতে এবং স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চের মতো ব্যাটারদের রেখে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। অনেকটা নতুন এক ব্যাটিং লাইনআপ নিয়ে বাংলাদেশে পা রেখেছেন অজিরা। যেটাকে বড় সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়াও নিশ্চয় ছেড়ে কথা বলবে না! দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড বলেছেন, বাংলাদেশের বিপক্ষে সব ম্যাচ জেতার লক্ষ্য তাদের।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার আলোচিত সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। সিরিজ শুরুর আগের দিন ভার্চ্যুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েড বললেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই।’
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবশ্য আসার কথা ছিল বাংলাদেশে। চোটের কারণে সেটা সম্ভব হয়নি। তার অনুপস্থিতিতে নেতৃত্বভার পড়েছে সহ-অধিনায়ক ওয়েডের ওপর। বাংলাদেশ সিরিজটাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় প্রস্তুতি হিসেবেও দেখছেন ওয়েড।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতের পিচ সাধারণত স্পিনবান্ধবই হওয়ার কথা, বাংলাদেশেরও তাই। বাংলাদেশ সিরিজের পর বিশ্বকাপের আগে আর মাত্র একটা টি-টোয়েন্টি সিরিজ আছে অজিদের। ফলে বাংলাদেশ সিরিজকে বিশ্বকাপের জন্য দল নির্বাচনের পরীক্ষা হিসেবেই দেখছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক।
বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই (বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া)। ওয়েস্ট ইন্ডিজেও এটা আমরা করেছি। প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি। তবে কিছু কিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মিচ মার্শ, অ্যাশটন টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। আরও কয়েকজন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।