১৩১ রানেই থামল অতি সাবধানী বাংলাদেশ
৩ আগস্ট ২০২১ ১৯:৪৯
অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপে মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউডের মতো বড় নাম আছে বলেই বাংলাদেশ অতি সাবধানী হতে চাইল কিনা কে জানে! পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের কোনো সময়েই বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিং দেখা গেল না। শুরু থেকেই ওভারপ্রতি ছয়ের নিচে রান তোলা বাংলাদেশ থেমেছে একশ ত্রিশ পেরুতেই।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নেমেছিল অস্ট্র্রেলিয়া। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে বাংলাদেশি স্পিনাররা অসুবিধায় পড়বেন ভেবেই হয়তো অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের এমন সীদ্ধান্ত! সঙ্গে নিজেদের শক্তির জায়গাকে আগে পরীক্ষায় নামিয়ে দেওয়ার ইচ্ছাও হয়তো ছিল। বেশ কয়েকজন তারকা ব্যাটার না এলেও সেরা বোলিং আক্রমণ নিয়েই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া।
ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে তাই সাবধানে এগুতেই হতো। কিন্তু বাংলাদেশ বুঝি অতি সাবধানীই হতে চাইল! দেখেশুনে এগুতে থাকা বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে দলীয় ১৫ রানে। হ্যাজেলউডকে কাট করতে গিয়ে বোল্ড সৌম্য সরকার। মিচেল স্টার্ককে দুই ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর বার্তা দেওয়া মোহাম্মদ নাইম শেখ অ্যাডাম জাম্পাকে রিভার্স খেলতে গিয়ে বোল্ড হয়েছেন দলীয় ৩৭ রানে। ২৯ বলে ৩০ রান করে ফেরেন নাইম।
এরপর দুই সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ সবচেয়ে বড় জুটিটা গড়েছেন। তবে তৃতীয় উইকেটে দুজন ৩৬ রান তুলতে বল খেলেছেন ৩২টি। হ্যাজেলউডকে হাঁকাতে গিয়ে ধরা পড়েছেন ২০ বলে ২০ রান করে। এরপর সাকিব ইনিংস ধরে এগুনোর চেষ্টা করেছেন, তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনিও।
ছয়ে নেমে আফিফ হোসেনের ১৭ বলে ৩ চারে ২৩ রানের ইনিংসটাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দ্রুততম! সাকিব তিন চারে ৩৬ রান করেছেন ৩৩ বল খেলে। অস্ট্রেলিয়ার হয়ে ২৩ রানে তিন উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ৩৩ রানে দুই উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।
জস হ্যাজেলউড বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ মাহমুদউল্লাহ সাকিব আল হাসান