Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ম্যাচ জিততে ব্যাটারদের সাহসী হতে বললেন ওয়েড

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২১ ১৪:০৬

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এক প্রকার উড়েই গেছে অস্ট্রেলিয়া। ১৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের ঘূর্ণি দাপটে মাত্র ১০৮ রানে অলআউট অজিরা। আর তাতেই ২৩ রানের বড় ব্যবধানের জয় পায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে বাংলাদেশের বিপক্ষে সতীর্থদের সাহসী হওয়ার পরামর্শ দিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড।

মিরপুরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান স্কোরবোর্ডে জমা করেছিল বাংলাদেশ। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অজিরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন- দ্বিতীয় জয়ের খোঁজে আজই নামছে বাংলাদেশ

মাত্র ১৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে থাকে অজি ব্যাটাররা। ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স ক্যারি বিদায় নেওয়ার পর মাত্র ১১ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। তবে চতুর্থ উইকেটে মিচেল মার্শের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওয়েড।

তবে এরপর নাসুম আহমেদ আবারও আঘাত হানেন। নাসুমের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অজি অধিনায়ক। শেষ পর্যন্ত মার্শ ৪৫ রান করলেও দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে তাই বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সাহস নিয়ে খেলার পরামর্শ দেন তিনি।

ওয়েড বলেন, ‘আমাদের আরও সাহসী হয়ে খেলতে হবে। আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে। আমাদের নতুন কিছু করার সময় নেই। আপনি যেভাবে খেলতে চান সেভাবে খেলার জন্য আপনাকে সাহসী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনি যখন কম রান তাড়া করবেন তখন সাহসী আর স্মার্ট হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। ছেলেরা এখানে খুব বেশি ম্যাচ খেলেনি। তারা মাঝের দিকে যে ১০ কিংবা ১৫ বল পাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ‍মূল্যবান।’

বিজ্ঞাপন

আজ বুধবার সন্ধ্যা ৬টাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাকি ম্যাচগুলো রয়েছে ৬ আগস্ট, ৭ আগস্ট ও ৯ আগস্টে। প্রথম ম্যাচের মতো বাকি ম্যাচগুলোও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ ও দেশের বাইরে থেকে লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

সারাবাংলা/এসএস

অজি অধিনায়ক বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাথু ওয়েড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর