Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরের ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ


৫ আগস্ট ২০২১ ০০:০৩

দুই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ, অথচ এই ফরম্যাটে অতীতে অজিদের বিপক্ষে কোনো জয়ই ছিল না টাইগারদের। মিরপুরের মন্থর উইকেটে বোলাররাই ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছে। তবে এর মধ্যেই আজ দ্বিতীয় ম্যাচে ৩৭ রানের কার্যকারী এক ইনিংস শেষে ম্যাচসেরা হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ম্যাচ শেষে বললেন, পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

বুধবার (৪ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ম্যাচসেরার পুরস্কার হাতে আফিফ বলেন, ‘অবশ্যই আমাদের প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা থাকবে সামনের ম্যাচটা যেন ভালো খেলে জিততে পারি। জিততে পারলে সিরিজটি তো আমাদের পক্ষেই আসবে। চেষ্টা করব সামনের ম্যাচ জেতার।’

সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিই জিতল বাংলাদেশ। টি-টোয়েন্টি ইতিহাসে আগে এমন ধারাবাহিকতা কখনোই দেখাতে পারেনি টাইগাররা। আফিফ হোসেন বলছিলেন, দল এখন আত্মবিশ্বাসে টইটুম্বর, ‘শেষ কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলছি। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজেও আমরা ভালো খেলেছি। তার আগে যে সিরিজ হয়েছে, সেটাতেও ভালো করেছি। ওই সিরিজগুলোর আত্মবিশ্বাস আমাদের সহায়তা করছে। এছাড়া সিনিয়ররাও আমাদের সহায়তা করছেন। খুব সুন্দর একটি দলীয় পরিবেশ তৈরি হয়েছে।’

আজ আফিফ যখন উইকেটে গিয়েছিলেন বাংলাদেশ তখন বড় বিপদে। টার্গেট মাত্র ১২১ রানের হলেও ৬৭ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মন্থর উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ান বোলাররা। সেই বিপদ কাটিয়ে দারুণ এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন আফিফ।

পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহানের সঙ্গে অপরাজিত ৫৬ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। তখন বলে বলে রান লাগত বাংলাদেশের। উইকেট থেকে সুবিধা পাচ্ছিলেন বোলাররা। ফলে উইকেট না হারিয়ে ধীরে ধীরে এগুনোর চেষ্টা করেছেন, তাতেই অজিদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ।

আফিফ বলছিলেন, ‘ব্যাটিংয়ে নামার পর চেষ্টা করেছি উইকেট মূল্যায়ন করার। উইকেটের আচরণ কেমন, সেটা খেয়াল রেখে যেন উইকেট না দিয়ে থাকতে পারি (ক্রিজে)… শেষ পর্যন্ত যদি খেলতে পারি, আমার বিশ্বাস ছিল যে রানরেটই প্রয়োজন হোক না কেন, আমি ভালোভাবে শেষ করতে পারব। সোহান ভাই খুবই ভালো ব্যাট করেছে। আমাদের দুজনের পরিকল্পনা ছিল যে উইকেট দেব না। বল টু বল রান দরকার ছিল তখন। তো উইকেট না দিয়ে রান কিভাবে করা যায়, সেই চেষ্টা করছিলাম। অপর পাশ থেকে ভালো সমর্থন পাওয়ায় আমরা কোনো চাপ অনুভব করিনি।’

আফিফ হোসেন ধ্রুব টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর