Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ


৭ আগস্ট ২০২১ ২১:২০

বাংলাদেশের পুঁজি মাত্র ১০৪ রানের। জবাব দিতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে পাঁচ ছক্কা হাঁকিয়ে ৩০ রান তুলে নিলেন ড্যান ক্রিশ্চিয়ান। ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে অস্ট্রেলিয়াই, তবে হারলেও অজিদের কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ।

ক্রিশ্চিয়ান ঝড় থামিয়ে ১৮ রানের ব্যবধানে পাঁচ উইকেট তুলে নিয়ে অজিদের দারুণভাবে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের পাল্লা তখন দুই দিকেই দুলছিল। তবে অ্যাস্টন অ্যাগার বিপদের মুখে ২৭ রানের দারুণ এক কার্যকরী ইনিংস খেলে দলকে স্বস্তির জয় এনে দিয়েছেন। শেষ পর্যন্ত ১৯ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য ১০৫ রান ‍তুলতে পেরেছে অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচ সিরিজে অজিদের এটা প্রথম জয়। সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ।

শনিবার (৭ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১০৪ রানের জবাব দিতে নেমে আজও শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে (২ে) ফেরান শেখ মেহেদি হাসান। তারপর ড্যান ক্রিশ্চিয়ানকে নিচ থেকে তুলে তিনে পাঠায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে ঝুড় তুলতেই মিশেল মার্শের বদলে ক্রিশ্চিয়ানকে তিনে পাঠিয়েছিল সফরকারীরা। আর এই সিদ্ধান্তটাই হয়তো টানা তিন হারের পর বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জেতালো!

সাকিব আল হাসানের এক ওভার থেকেই ৩০ রান তোলা ক্রিশ্চিয়ান ১৫ বলে করেন ৩৯ রান। লো স্কোরিং ম্যাচে এই ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছে।

বোলিংয়ে সাকিবের আজ দিনটা গেছে ভুলে যাওয়ার মতোই। বাংলাদেশের অন্য বোলারদের সবাই যেখানে ওভারপ্রতি পাঁচের নিচে রান দিয়েছেন সেখানে সাকিব চার ওভারে রান দিয়েছেন ৫০!

ক্রিশ্চিয়ান মোস্তাফিজুর রহমানের কাটারে কাটা পরার পর ১৮ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট তুলে নেন নাসুম আহমেদ, শেখ মেহেদিরা। ৬৫ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া।  তবে তারপর অ্যাস্টন অ্যাগারকে আর রুখতে পারেনি বাংলাদেশ। একপ্রান্ত ধরে রেখে ২৭ বলে ২৭ রান করে অজিদের জয়ের দিয়ে নিয়েছেন স্পিনিং অলরাউন্ডার।

বাংলাদেশের হারের দিনে আজও দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ৯ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। ১৭ রানে দুই উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান।

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। আগের তিন ম্যাচের  মতো আজও শুরুটা ভালো হয়নি। ফের ব্যর্থ ওপেনার সৌম্য সরকার (১০ বলে ৮)।  তিনে নেমে ওপেনার নাইম শেখকে নিয়ে ভালোই এগুচ্ছিলেন সাকিব আল হাসান।

কিন্তু দলীয় ৪৮ রানের মাথায় সাকিব ১৫ রান করে ফিরতেই যেন মড়ক লাগল বাংলাদেশের ইনিংসে! মিচেল সুইপশন হঠাৎ-ই দুর্ভেদ্য হয়ে উঠলেন। অ্যাডাম জাম্পার বদলে একাদশে সুযোগ পাওয়া সুইপশন ১৭ রানের ব্যবধানে মাহমুদউল্লাহ (০), ‍নুরুল হাসান সোহান (০) ও নাইম শেখকে তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদিরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেখান থেকে আর দলকে টেনে তুলতে পারেননি।

অল্প রানে গুটিয়ে যাওয়ার দিনে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার নাইম শেখ। ৩৬ বলে ২টি চারে ২৮ রান করেছেন তিনি। আফিফ ১৭ বলে ২০, শেখ মেহেদি ১৬ বলে ২৩ রান করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে সাহায্য করেছেন।

অস্ট্রেলিয়ার পক্ষে সুইপশন ৪ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। অ্যান্ড্র টাই ৩ ওভারে ১৮ রানে নিয়েছেন তিন উইকেট। জস হ্যাজেলউড ২৪ রানে নিয়েছেন দুই উইকেট।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র‍্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

 

টপ নিউজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সাকিব আল হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর