শেষটা বাংলাদেশের নাকি অস্ট্রেলিয়ার?
৯ আগস্ট ২০২১ ১২:৪০
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এরপরে চতুর্থ ম্যাচে এসে হারের স্বাদ পায় টাইগাররা। সোমবার (৯ আগস্ট) সিরিজের শেষ ম্যাচে খেলতে নামছে দুই দল। শেষটা তবে কি জয় দিয়ে রাঙাতে পারবে টাইগাররা? নাকি অস্ট্রেলিয়া সিরিজে ৩-২ ব্যবধান গড়েই দেশে ফিরবে?
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি হারলেও শেষে এসে লড়াই করতে বেশ মরিয়া অজিরা। বাংলাদেশ থেকে অন্ততপক্ষে দুটো জয় নিয়ে ফিরতে চায় তারা। শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে।
সিরিজের প্রথম চারটি ম্যাচ থেকে বোঝ খুবই সহজ উইকেট শেষ ম্যাচেও একই রকমই থাকবে। তাই তো বাংলাদেশের জয়ের পাল্লাভারি হওয়ার একমাত্র উপায় ব্যাটারদের পারফরম্যান্সের ওপর। কেননা বাংলাদেশের বোলিং লাইনআপ গোটা সিরিজ জুড়েই ধুকিয়েছে টিম অস্ট্রেলিয়াকে। এক মিচেল মার্শ ছাড়া ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়াতে পারেনি কোনো অজি ব্যাটারই।
অস্ট্রেলিয়া সিরিজের একমাত্র জয়টি পেয়েছে যেমন গত ম্যাচে সাকিব আল হাসানের এক ওভারে ড্যানিয়েল ক্রিস্টিয়ানের পাঁচ ছক্কা ও তার ১৫ বলে ৩৯ রানের ইনিংসের সৌজন্যে। শেষ ম্যাচেও কি তবে দেখা মিলবে এমন কিছুর? তা সময় বলে দেবে। তবে বাংলাদেশের নজর শেষ ম্যাচে জয়ের দিকেই।
চলতি সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ার মিচেল মার্শ আর সবচেয়ে বেশি উইকেট শিকারি জশ হেইজেলউড। বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে দলীয় প্রয়াসে। শেষ ম্যাচেও এক হয়ে লড়াই করেই জয়ের দিকে ছুটবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে এমনটাই জানালেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
‘আমাদের এখন যে দল, সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখছে, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। এই জিনিসটা অনেক ভালো লাগে, কেউ কারও ওপর নির্ভর করছে না। সবাই নিজের ওপর ভরসা করছে। একজন গেলে অপরজন ধরছে। এই জিনিসটা যতদিন থাকবে, দলকে জয় এনে দেওয়াটাও সহজ হবে। কারণ সবাই সবার দিক থেকে ইতিবাচক চিন্তা রাখে যে সুযোগ পেলে আমি সেরাটা দিয়েই দলকে জিতিয়ে আনব। এভাবে যখন ভাবতে থাকবে এবং একজনের দিকে তাকিয়ে থাকবে না, তখন আমাদের জন্য খেলাটা আরও সহজ হবে।’— বলেন শরিফুল।
এদিকে সিরিজের চতুর্থ ম্যাচে দলে দুটি পরবির্তন এনেই জয়ের দেখা পেয়েছে। কৌশলগত পরিবর্তনের কারণে ম্যাচে ফিরতে পেরেছে অজিরা। অবশ্য সিরিজের প্রতিটি ম্যাচেই কমপক্ষে একটি করে পরিবর্তন দেখা গেছে অস্ট্রেলিয়ার একাদশে। শেষ ম্যাচে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন ছিল তাদের কৌশলেও। দুটিই কার্যকর হয়েছে। ড্যানিয়ের ক্রিস্টিয়ানকে তিনে খেলানো এবং অনিয়মিত অফ স্পিনার অ্যাশটন টার্নারকে বোলিংয়ে কাজে লাগানো। উইকেট না পেলেও চার ওভার নিয়ন্ত্রিত বোলিং করেন টার্নার। এছাড়াও মূল স্পিনার অ্যাডাম জাম্পার বিশ্রামে সুযোগ পেয়ে দারুণ বোলিংয়ে (৩/১৩) ম্যাচ সেরা হন আরেক লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
শেষ ম্যাচের আগে সোয়েপসন বললেন অ্যাশটন অ্যাগার, জাম্পার সঙ্গে তাকে নিয়ে তিন বিশেষজ্ঞ স্পিনারে একাদশ সাজানো উচিত অস্ট্রেলিয়ার। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা এমন একটা কিছু (তিন স্পিনার), যা অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। বিশেষ করে, বাংলাদেশের মতো কন্ডিশনে। ওদেরকেও আমরা দেখেছি, তিন স্পিনার নিয়ে খেলছে এবং প্রচুর ওভার স্পিনে করাচ্ছে। এই কন্ডিশনে ও উইকেটে তাদের এই কৌশল কাজে লেগেছে। আমাদের জন্যও তা কার্যকর হতে পারে। দেখা যাক…।’
পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি সোমবার, খেলা শুরু সন্ধ্যা ৬টায়। প্রথম চার ম্যাচের মতো বাকি ম্যাচগুলোও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশের ভেতর লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।
সারাবাংলা/এসএস
টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া শেষ টি-টোয়েন্টি