Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডও বাংলাদেশে আসছে ‘দুর্বল’ দল নিয়ে


১০ আগস্ট ২০২১ ০২:৩১

আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগই নেই বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দলে। সিরিজে অধিনায়কত্ব করবেন টম লাথাম।

বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে সিরিজ খেলতে এসে ৪-১ ব্যবধানে হারল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও তুলনামূলক দুর্বল দল নিয়েই আসছে বাংলাদেশে।

বাংলাদেশ সফর দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের চার মাসের লম্বা সফর। বাংলাদেশ সিরিজের পর পাকিস্তান যাবে নিউজিল্যান্ড। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ, তারপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, এতো দীর্ঘ সময় সফরে থাকতে হবে বলে জৈব-সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

নিউজিল্যান্ডের হয়ে আগামী বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের একজনও আসছেন না বাংলাদশ সফরে। মার্টিন গাপটিল, চ্যাপম্যান, অ্যাস্টল ও ইশ সোধির মতো ক্রিকেটাররা পাকিস্তান সফরে গেলেও বাংলাদেশে আসছেন না। কোল ম্যাকাঞ্জি, রাচিন রবীন্দ্র ও পেসার বেন সিয়ার্সের মতো তরুণকে নিয়ে বাংলাদেশে আসছেন কিউইরা। দলে কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও অবশ্য আছে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টম লাথাম টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর