অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পর র্যাংকিংয়ে সাকিব আল হাসানের যে উন্নতি হবে সেটা অনুমিতই ছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণায় জানা গেল, সিংহাসনেই উঠে বসেছেন সাকিব। আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসি র্যাংকিংয়ের অলরাউন্ডারদের তালিকার শীর্ষে উঠে বসেছেন তিনি।
সাপ্তাহিক হালনাগাদ শেষে বুধবার (১১ আগস্ট) র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ছাড়িয়ে দুই নম্বরে থেকে শীর্ষে উঠে বসেছেন সাকিব। এদিকে, মোস্তাফিজুর রহমান ২০ ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন বোলিং র্যাংকিংয়ের সেরা দশে।
একটা সময় আইসিসি’র অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থানকে নিজের সম্পত্তি বানিয়ে রেখেছিলেন সাকিব। একই সঙ্গে তিন ফরম্যাটেই অলরাউন্ডার ক্যাটাগরির শীর্ষ থাকা একমাত্র ক্রিকেটারও তিনিই। ২০১৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষস্থান হারিয়েছিলেন। তারপর আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় পড়ে পিছিয়ে পড়েছিলেন বাংলাদেশি এই তারকা। দেরি হলেও আবারও সিংহাসনে উঠে বসলেন। শীর্ষে উঠে বসা সাকিবের রেটিং পয়েন্ট ২৮৬। মোহাম্মদ নাবির ২৮৫। ওয়ানডে র্যাংকিংয়েও সবার ওপরে সাকিব। টেস্টে আছেন পাঁচ নম্বরে।
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে ১১৪ রান করার পাশাপাশি বল হাতে সাত উইকেট নেন সাকিব। এই পারফরম্যান্সই তাকে আবারও শীর্ষে উঠে বসতে সাহায্য করেছে।
র্যাংকিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠে এসেছেন সাকিব। বোলিংয়ে ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে। বোলিংয়ে বড় লাফটা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সিরিজে ওভারপ্রতি চারেরও কম রান দিয়ে সাত উইকেট নেওয়া মোস্তাফিজ উঠে এসেছেন দশ নম্বরে।
এছাড়া নাসুম আহমেদ ১০৩তম স্থান থেকে উঠে এসেছেন ৬৬ নম্বরে। মোহাম্মদ সাইফউদ্দিন ২৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৩তম অবস্থানে।