সিরিজ শেষ ব্রডের, শঙ্কায় অ্যান্ডারসন
১২ আগস্ট ২০২১ ১১:৫৯
ভারতের বিপক্ষে ঘরের মাঠে চলছে টেস্ট সিরিজ। সিরিজের প্রথমটি ইতোমধ্যেই বৃষ্টিতে ভেসে হয়েছে ড্র। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। তবে এর আগেই বড় ধাক্কা ইংলিশ শিবিরে। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন স্টুয়ার্ড ব্রড। আর শঙ্কায় আছেন জেমস অ্যান্ডারসন।
স্টুয়ার্ট ব্রড কেবল দ্বিতীয় টেস্ট থেকেই নয় ছিটকে গেছেন ভারতের বিপক্ষের বাকি সিরিজ থেকেও। বুধবার এখবর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
বুধবার অনুশীলনের সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন ব্রড। পরে এমআরআই করে জানা যায়, মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি। খেলতে পারবেন না সিরিজের বাকি অংশ।
এরপরই তার বদলে জায়গায় দলে নেওয়া হয় সাকিব মাহমুদকে। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে অনিশ্চিত আরেক অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। পিঠে ব্যথা অনুভব করায় অনুশীলন করেননি তিনিও।
সিরিজের আগে মানসিক স্বাস্থ্যের কথা বলে ক্রিকেট থেকেই অনির্দিষ্টকালের বিরতিতে যান বেন স্টোকস। আগে থেকে ছিলেন না জফরা আর্চারও। ব্রডের অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচের একাদশে ফিরতে পারেন মার্ক উড ও মঈন আলী। অ্যান্ডারসনও না খেললে অভিষেক হতে পারে সাকিব মাহমুদের।
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড বনাম ভারত জেমস অ্যান্ডারসন টেস্ট সিরিজ স্টুয়ার্ট ব্রড