লা লিগার উদ্বোধনী ম্যাচে ভ্যালেন্সিয়ার জয়
১৪ আগস্ট ২০২১ ০৩:২৭
স্প্যানিশ লা লিগার ২০২১/২২ মৌসুমের উদ্বোধনী ম্যাচে হেতাফের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুভ সূচনা করেছে ভ্যালেন্সিয়া। ম্যাচের ১১তম মিনিটে কার্লোস সোলারের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।
লা লিগার উদ্বোধনী ম্যাচের শুরুতে ধাক্কা খায় ভ্যালেন্সিয়া। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার হুগো গুইলামন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর তাতেই ম্যাচের বাকি প্রায় ৮৭ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় ভ্যালেন্সিয়াকে।
তবে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়া ভ্যালেন্সিয়া হেতাফের ওপর চাপ ধরে রাখে। দারুণ আক্রমণের ম্যাচের সাত মিনিটের মাথায় জিতে নেয় পেনাল্টি। ডি-বক্সের ভেতর হেতাফের ডিহেন ডাকোমন ড্যানিশ চেরিশেভকে ফাউল করলে রেফারি পেনাল্টি উপহার দেয় ভ্যালেন্সিয়াকে। স্পটকিক থেকে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলের লিড এনে দেন কার্লোস সোলার।
এরপর ম্যাচের ১৮তম মিনিটে দূরপাল্লার শট মেরে ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে পরীক্ষা নেন হেতাফের এনেস উনাই। তবে তেমন কোনো বিপদে ফেলতে পারেননি। এর মিনিট দুই পরে ডামিয়ান সুয়ারেজের দারুণ এক প্রচেষ্টা রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক জর্জিও মামারদাসভি।
১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রাখে হেতাফে। কেবল বল দখলেই রেখেই ক্ষান্ত হয়নি তারা। দারুণ আক্রমণে ভ্যালেন্সিয়াকে বেশ বিপদেই ফেলছিল তারা। গোটা ম্যাচে মোট ২২টি শট নিয়েছে হেতাফে যার মধ্যে কেবল ৪টি শটই ছিল ভ্যালেন্সিয়ার গোল বরাবর। আর গোলের সুযোগ তৈরি করেছিল মোট ১৩টি। বিপরীতে মাত্র ২৬ শতাংশ বল দখলে রেখে ৪টি শট নিয়েছে ভ্যালেন্সিয়া।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ এক সুযোগ নষ্ট করেন সোলার। ডি-বক্সের ভেতর থিয়েরি কোরেয়ার বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। এরপর প্রথমার্ধের শেষ দিকে হেতাফের দারুণ এক আক্রমণ রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক জর্জিও। ডি-বক্সের ভেতর ডামিয়ান সুয়ারেজের ভাসানো বল মাউরো আরাম্বারি হেড করলে তা রুখে দেন জর্জিও।
বিরতি থেকে ফিরেও বল দখলে রেখে আক্রমণ সাঁজাতে থাকে হেতাফে। তবে কিছুতেই ভাঙতে পারেনি ভ্যালেন্সিয়ার ১০ জনের দলের রক্ষণকে। উল্টো ম্যাচের ৭৫ মিনিটে হেতাফের এরিক কাবাকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় হেতাফে। ম্যাচের বাকি সময়ে আক্রমণ করলেও আর সমতায় ফিরতে পারেনি হেতাফে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে লা লিগার ২০২১/২২ মৌসুমের শুভ সূচনা করে ভ্যালেন্সিয়া।
সারাবাংলা/এসএস
২০২১/২২ মৌসুম ভ্যালেন্সিয়া বনাম হেতাফে ভ্যালেন্সিয়ার জয় লা লিগা স্প্যানিশ লা লিগা