লিডসকে গোলের মালা পরাল ম্যানচেস্টার ইউনাইটেড
১৪ আগস্ট ২০২১ ১৯:৪০
নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের মাঠে লিগে নিজেদের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ওলে গুনার সুলশারের দল।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফের্নান্দেস। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বাকি দুই গোল করেছেন ম্যাসন গ্রিনিউড ও ফ্রেদ। চার গোলে অবদান রেখেছেন পল পগবা। লিডসের হয়ে একমাত্র গোলটা করেছেন ডিফেন্ডার লুক অইলিং। এ নিয়ে ১৯ বার প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলো ইউনাইটেড, যেটা রেকর্ড। লিগের প্রথম ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ জয় আছে চেলসির।
শনিবার (১৪ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের একটা গোল পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে ফের্নান্দেস-পগবাদের আর আটকে রাখতে পারেনি লিডস। ৩০ মিনিটে প্রথম গোল পায় ম্যানচেস্টারের দলটি। মাঝমাঠ থেকে বাড়ানো পল পগবার মাপা পাস খুঁজে নেয় ফের্নান্দেসকে। বলের নিয়ন্ত্রণ নিয়ে বা-পায়ের দারুণ শটে দলকে ১-০তে এগিয়ে নেন পর্তুগিজ তারকা।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লিডস। ৪৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে সফরকারী দলটিকে সমতায় ফেরান আইলিং। তবে এই স্বস্তি চার মিনিটও স্থায়ী হয়নি। ৫২ মিনিটে দূরহ কোণ থেকে বল জালে জড়িয়ে ব্যবধান ২-১ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রিনউড। দুই মিনিট পরে ফের্নান্দেসের গোল। ডি-বক্সের ডান প্রান্ত থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তরুণ তারকা।
৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফের্নান্দেস। বক্সের বাম প্রান্তে ভিক্টর লিনদেলোভের থ্রু বল ধরে দারুণ এক শটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ব্রুনো। ৬৮ মিনিটে ব্যবধান ৫-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদ। ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ চার গোলের অ্যাসিস্টই করেছেন পল পগবা।