সেল্টার বিপক্ষে জয়ে শুরু চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর মৌসুম
১৫ আগস্ট ২০২১ ২৩:২৯
স্প্যানিশ লা লিগা শুরুর তৃতীয় দিনে এসে মাঠে নামে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের শেষটা হয়েছে নাটকীয়তার মধ্য দিয়ে। যোগ করা অতিরিক্ত সময়ে দুই দলেরই একজন করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। তবে তার আগে অ্যাটলেটিকোর হয়ে অ্যাঞ্জেল কোরেয়ার জোড়া গোল আর সেল্টা ভিগোর হয়ে ইয়াগো আসপাসের এক গোলে খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নরা ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মৌসুমের শুভ সূচনা করে।
সেল্টা ভিগোর মাঠে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে দারুণ শুরু অ্যাটলেটিকোর। ম্যাচের ২৩তম মিনিটে এসেই গোলের দেখা পেয়ে যায় লা রোজাব্ল্যাঙ্কোরা। সেল্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি এলাকায় থাকা অ্যাঞ্জেল কোরেয়াকে বল বাড়ান থমাস লেমার। দারুণ এক বল পেয়ে জালে জড়াতে একদমই ভুল করেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তাতেই মৌসুমে নিজেদের প্রথম গোলের দেখা পেয়ে যায় চ্যাম্পিয়নরা। আর সেই সঙ্গে ১-০ গোলের ব্যবধানে লিড নেয় ডিয়েগো সিমিওনের দল।
৩৬তম মিনিটে এসে ইয়াগো আসপাস দারুণ এক আক্রমণে ফাটল ধরিয়েছিলেন অ্যাটলেটিকোর রক্ষণে। তবে তার দুর্বল শট সহজেই রুখে দেন জান অবলাক। এর মিনিট দুই পরে হেরমেসোর ঝাঁপিয়ে পড়া হেডার গোললাইন থেকে ফেরান সেল্টার স্ট্রাইকার ইয়াগো আসপাস।
বিরতি থেকেই ফিরেই অ্যাটলেটিকোর উপর চড়াও হয় সেল্টা। ফলাফলও আসে হাতেনাতেই। ম্যাচের ৫৫তম মিনিটে ফ্রিকিক থেকে অ্যাটলেটিকোর ডি-বক্সে উড়ে আসা বল মার্কোস লরেন্তের হাতে লাগলে সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করে সেল্টা। এরপর রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর’র সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে সেল্টাকে সমতায় ফেরান আসপাস।
তবে এর মাত্র পাঁচ মিনিট পরে অ্যাটলেটিকোকে আবারও লিড এনে এন কোরেয়া। প্রতি আক্রমণে বল নিয়ে সেল্টার রক্ষণ ভেনগে ঢুকে পড়েন সাউল নিগুয়েজ এবং কোরেয়া। সাউলের কাছ থেকে দারুণ এক বল পেয়ে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া কোরেয়া ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন। আর সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন অ্যাটলেটিকোকেও।
ম্যাচের ৮০তম মিনিটে আবারও সেল্টাকে সমতায় ফেরানোর সুযোগ পান আসপাস। কিন্তু জান অবলাকের সঙ্গে ওয়ান অন ওয়ান অবস্থায় গোলপোস্টের বাইরে দিয়ে শট করলে বল বেরিয়ে যায়। আর তাতেই সমতায় ফেরা হয়নি সেল্টার।
খেলার একদম অন্তিম মুহূর্তে সেল্টার হুগো মাল্লো লুইস সুয়ারেজকে বিপদজ্জক ফাউল করলে রেফারি লাল কার্ড দেখান। তবে অ্যাটলেটিকোর মারিও হেরমেসো এসে মাল্লোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে তাকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় দিয়েই মৌসুমের শুভ সূচনা করে অ্যাটলেটিকো মাদ্রিদ।
সারাবাংলা/এসএস
অ্যাটলেটিকো মাদ্রিদের জয় লা লিগা চ্যাম্পিয়ন সেল্টা ভিগো বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ স্প্যানিশ লা লিগা