আফগানিস্তানে তালেবান উত্থান: যুবাদের সিরিজ হচ্ছে তো?
১৬ আগস্ট ২০২১ ২০:৩৫
একের পর এক বিভিন্ন প্রদেশের দখল নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন তালেবান যোদ্ধারা। তালেবানদের দখলদারত্বে পুরো আফগানিস্তান জুড়েই চলছে নৈরাজ্য। এমন অবস্থায় আগামী মাসের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের সিরিজটি নিয়ে তৈরি হয়েছে সংশয়, সিরিজটা হবে তো? জীবন নিয়ে যেখানে টানাটানি সেখানে ক্রিকেট তো একেবারেই গৌন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদি। সিরিজটি যথাসময়েই হচ্ছে এমনটি ধরে প্রস্তুতি সারছে বিসিবি।
আগামী ৩১ আগস্ট বাংলাদেশে পাঁ রাখার কথা রয়েছে আফগান যুবাদের। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা আফগান যুবাদের। ওয়ানডে সিরিজ শেষে ১৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ানোর কথা টেস্ট সিরিজ। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বললেন, যথাসময়ে সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদি বিসিবি।
সোমবার (১৬ আগস্ট) তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা, লজিস্টিকাল কাজ, সবকিছু ঠিকঠাক চলছে। তারা যদি না আসতে পারে, এটা তাদের বিষয়। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই (সফরে না আসার)।’
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার আরও বেশি আশাবাদি। তিনি বলেন, ‘৩১ অগাস্ট ওদের আসার কথা, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও ওই সূচিতেই আছে। ওরা খুবই আশাবাদী যে সফরে আসতে পারবে। হয়তো ওখানে পালাবদলের পর ওদের অপারেশনাল কার্যক্রম শুরু হতে দুই-দিন দিন সময় লাগবে। এই সময়টা ওরা নিচ্ছে। তবে তাদের প্রক্রিয়া গোছানোই আছে এবং আমাদেরকে তারা জানিয়েছেন যে, তাদের দলের অনুশীলনও চলছে।’
আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি মনে করা এই সিরিজটি বাংলাদেশ খুব করেই খেলতে চায় বোঝালেন তিনি, ‘আমরা খুবই আগ্রহী সিরিজটি খেলতে। আমাদের খেলতে হবে। আমরা চাই ওরা আসুক, নিরাপদে থাকুক। সব ব্যবস্থাই আমরা করব।’