Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তালেবানরা ক্রিকেট ভালোবাসে, তাদের হাত ধরেই এগোব আমরা’

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২১ ১০:০০

বিশেষ এক সময় পার করছে আফগানিস্তান। গত ২০ বছর ধরে শক্তিপরীক্ষা, যুদ্ধ ও সংঘাত। গৃহযুদ্ধ ও রক্তক্ষয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আফগানিস্তানের রাজনীতি, অর্থনীতি। সেই সংঘাতের সময় শেষ হয়েছে। তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নিয়েছে।

এর পরেই শঙ্কার মেঘ আফগান ক্রিকেটের ওপর। মাস দুই পর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সেরা আয়োজন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেকে বলছেন আফগানিস্তান হতে পারে আসন্ন বিশ্বকাপের ‘ডার্ক হর্স’। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর রহমানসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছে আফগানিস্তানে, যারা কিনা একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। তাছাড়া কন্ডিশনও আফগানদের সহায়তা করার কথা। কিন্তু আফগানরা বিশ্বকাপে কেমন করবেন সেই ভাবনা একপাশে রেখে এই মুহূর্তে প্রশ্ন রশিদ খান, মোহাম্মদ নবিরা বিশ্বকাপ খেলতে পারবেন তো?

আরও পড়ুন: আফগান ক্রিকেটের ভবিষ্যৎ কী?

তবে সে মেঘ অন্ধকার বয়ে আনবে না আফগানিস্তান ক্রিকেটে, এমনটাই ধারণা দেশটির বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারির। তিনি দাবী করেন, তালেবানরা তো ক্রিকেটে হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না, বরং তাদের আমলেই আফগান ক্রিকেটের বিকাশ ঘটেছিল।

আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ব নেতাদের কাছে সহাযোগিতার আহ্বান জানান ‘দ্যা হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে অবস্থান করা রশিদ খান, মোহাম্মদ নবিরা। টুইটারে রশিদ খান লিখেন, ‘আমার দেশে নৈরাজ্য চলছে। প্রতিদিন নারী, শিশুসহ হাজারো নিরীহ মানুষ শহীদ হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। হাজারো পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন অবস্থায় ছেড়ে যাবেন না। আফগান হত্যা বন্ধ করুন। আফগান পতাকা ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমরা শান্তি চাই।’

মোহাম্মদ নবি টুইট করেছেন, ‘আফগান হিসেবে আমার প্রিয় দেশকে এমন অবস্থায় দেখে রক্তক্ষরণ হচ্ছে আমার। আফগানিস্তানে নৈরাজ্য চলছে, বিশৃঙ্খলা বেড়ে গেছে, ট্র্যাজেডি বেড়ে গেছে। মানবতা আজ সংকটাপন্ন সেখানে। মানুষ ঘরছাড়া হয়ে কাবুলে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছে। আমি বিশ্বের নেতাদের কাছে আবেদন করি, তাঁরা যাতে আফগানিস্তানকে এমন অবস্থায় ছেড়ে না যান। আপনাদের সমর্থন প্রয়োজন আমাদের। আমরা শান্তি চাই।’

তারকা ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবি এবং মুজিব উর রহমান ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলছেন। দেশের অস্থির পরিস্থিতির খবর শুনে তারা পরিবার নিয়ে উদ্বিগ্ন। কিন্তু দেশটির ক্রিকেটার এবং তাদের পরিবাররা সুস্থ আছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান হামিদ শিনওয়ারি।

কাবুল থেকে সংবাদ সংস্থা ‘পিটিআই’র সঙ্গে সাক্ষাৎকারে আফগান বোর্ডের প্রধান নির্বাহী আশ্বস্ত করেন, তালেবান ক্ষমতা গ্রহণের পর জাতীয় দলের ক্রিকেটার এবং তাদের পরিবার নিরাপদেই আছে।

হামিদ শিনওয়ারি বলেন, ‘তালেবান ক্রিকেট ভালোবাসে। তারা শুরু থেকেই একে সমর্থন দিয়ে আসছে। আমাদের কাজে তারা বাধা দেয়নি। আমি কোনো হস্তক্ষেপের সম্ভাবনা দেখি না। বরং সমর্থন থাকবে, যা আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নেবে।’

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল। ওই সময় আফগান শরণার্থীদের অনেকে প্রতিবেশী দেশ পাকিস্তানে ক্রিকেটের সঙ্গে জড়িত হন।

শিনওয়ারি সেই অতীত ধরেই বললেন, ‘এটা বলা যেতে পারে যে, তালেবানের আমলেই ক্রিকেট বিকাশ লাভ করেছিল। আমাদের অনেক খেলোয়াড় পেশোয়ারে প্র্যাকটিস করার সুযোগ পায় এবং তারাই আফগানিস্তানের খেলাটা মূলধারায় নিয়ে আসে।’

তালেবান ক্ষমতা গ্রহণের পর নেতিবাচক অনেক খবর প্রচার হলেও শিনওয়ারি সবকিছু ভালোই দেখছেন। তার কথা, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি। মানুষজন কাজ শুরু করেছে। আমরা আগামীকাল থেকে অফিস পুনরায় চালু করব। শ্রীলংকায় পাকিস্তান সিরিজ সামনে রেখে আমরা জাতীয় দলের ক্যাম্প শুরু করব।’

খেলোয়াড়দের নিরাপত্তা আসলেই কতটা নিশ্চিত করা যাচ্ছে, এমন প্রশ্নে শিনওয়ারি বলেন, ‘বাইরে খেলছে এমন চার-পাঁচজন ছাড়া তো বাকিরা সবাই কাবুলেই আছে। যেমনটা বললাম, তারা নিরাপদে এবং ভালো আছে।

এদিকে এক শীর্ষ তালেবান নেতা অবশ্য জানিয়েছেন, তারা ক্রিকেটের বিরোধী নয়। তারা ক্রিকেটের আরও উন্নতি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানের একটি সংবামাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তালেবান নেতা বলেন, ‘আমরা ক্রিকেটের বিরোধী নই, আমরা বরং ক্রিকেটের আরও উন্নতি করব। ভুলে গেলে চলবে না, আফগানিস্তানে ক্রিকেট আমরাই এনেছিলাম।’

সারাবাংলা/এসএস

আফগান ক্রিকেট আফগান-তালেবান আফগানিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড প্রধান মোহাম্মদ নবী রশিদ খান হামিদ শিনওয়ারি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর