কাবুলে অনুশীলনে ফিরেছে আফগান ক্রিকেটাররা
১৯ আগস্ট ২০২১ ১১:১২
বিশেষ এক সময় পার করছে আফগানিস্তান। গত ২০ বছর ধরে শক্তিপরীক্ষা, যুদ্ধ ও সংঘাত। গৃহযুদ্ধ ও রক্তক্ষয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আফগানিস্তানের রাজনীতি, অর্থনীতি। সেই সংঘাতের সময় শেষ হয়েছে। তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নিয়েছে।
এর পরেই শঙ্কার মেঘ আফগান ক্রিকেটের ওপর। মাস দুই পর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সেরা আয়োজন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেকে বলছেন আফগানিস্তান হতে পারে আসন্ন বিশ্বকাপের ‘ডার্ক হর্স’। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর রহমানসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছে আফগানিস্তানে, যারা কিনা একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। তাছাড়া কন্ডিশনও আফগানদের সহায়তা করার কথা। কিন্তু আফগানরা বিশ্বকাপে কেমন করবেন সেই ভাবনা একপাশে রেখে এই মুহূর্তে প্রশ্ন রশিদ খান, মোহাম্মদ নবিরা বিশ্বকাপ খেলতে পারবেন তো?
তবে সে মেঘ অন্ধকার বয়ে আনবে না আফগানিস্তান ক্রিকেটে, এমনটাই ধারণা দেশটির বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারির। তিনি দাবী করেন, তালেবানরা তো ক্রিকেটে হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না, বরং তাদের আমলেই আফগান ক্রিকেটের বিকাশ ঘটেছিল।
অবশেষে দেখা মিলল তার কথার সত্যতা। সংশয়ের সেই কালো মেঘ সরে গেছে বলেই বোঝা যাচ্ছে। পাকিস্তান সিরিজের জন্য অনুশীলনে ফিরেছেন আফগান ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বুধবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জানানো হয়েছে, পাকিস্তানের বিপক্ষে খেলতে শিগগিরই শ্রীলংকায় যাবে আফগান দল।
‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শেষ ধাপের প্রশিক্ষণ শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন ম্যাচগুলোর প্রস্তুতি নিতে কাবুলে প্রশিক্ষণ নিচ্ছে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে শিগগিরই শ্রীলঙ্কা সফরে যাবে আফগান জাতীয় ক্রিকেট দল।’
দুই দলের সিরিজটি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্ত সেখানে হবে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। তাই ভেন্যু বদলে নিয়ে যাওয়া হয়েছে শ্রীলংকার হাম্বানটোটায়।
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে দুই দলের লড়াই।
এদিকে আগামী মাসের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের সিরিজটি নিয়ে তৈরি হয়েছে সংশয়, সিরিজটা হবে তো? জীবন নিয়ে যেখানে টানাটানি সেখানে ক্রিকেট তো একেবারেই গৌণ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদি। সিরিজটি যথাসময়েই হচ্ছে এমনটি ধরে প্রস্তুতি সারছে বিসিবি।
৩১ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে আফগান যুবাদের। তিন দিনের কোয়ারেনটাইন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা আফগান যুবাদের। ওয়ানডে সিরিজ শেষে ১৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ানোর কথা টেস্ট সিরিজ। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বললেন, যথাসময়ে সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদি বিসিবি।
সারাবাংলা/এসএস
অনুশীলনে ফিরেছে আফগান-তালেবান আফগানিস্তান আফগানিস্তান ক্রিকেট বোর্ড তালেবান উত্থান