নারী বিশ্বকাপের বাছাই পর্ব জিম্বাবুয়েতে
১৯ আগস্ট ২০২১ ১৮:০৯
আগামী নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। চলতি বছরের ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের মাটিতে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব আমাদের ক্যালেন্ডারের উল্লেখযোগ্য টুর্নামেন্ট। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে সাম্ভাব্য সেরা দলটি বিশ্বকাপে খেলবে।’
নারী ওয়ানডে বিশ্বকাপের মূল আয়োজনটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে, ২০২২ সালে। মোট দশটি দল অংশ নিবে বিশ্বকাপের মূল আসরে। স্বাগতিক নিউজিল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাছাই পর্ব থেকে নির্ধারন হবে বাকি দলগুলো।
বাছাই পর্ব খেলবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে।
২০১৭ সালের বিশ্বকাপে বাছাই পর্ব পেরুতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। অবশ্য তারপর বাংলাদেশ নারী ক্রিকেট অনেকটা এগিয়েছে। এর মধ্যে এশিয়া কাপও জিতেছে নারী ক্রিকেট দল। এবার বাছাই পর্বের বাঁধা উৎরে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা মিলবে? সালমা-রুমানা-জাহানারারা নিশ্চয় সবটা দিয়েই চেষ্টা করবেন।