আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বদল
২২ আগস্ট ২০২১ ২২:২৭
আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি) আবারও ফিরেছেন আজিজউল্লাহ ফজলি। ফারহান ইউসুফজাইয়ের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তালেবানদের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্তের ঘোষণা দেয় আফগান বোর্ড।
রোববার (২২ আগস্ট) তালেবানদের সঙ্গে বৈঠক করেছে এসিবি কর্তারা। এর পরপরই আজিজউল্লাহ ফজলিকে নতুন চেয়ারম্যান ঘোষণা দেওয়া হয়। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডে এটিই প্রথম এবং বড় পরিবর্তন।
গত দুই দশক ধরে আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে আছেন আজিজউল্লাহ ফজলি। দেশটির ক্রিকেট প্রতিষ্ঠা করা দলের সদস্য ছিলেন তিনি। বোর্ডের ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ছিলেন ঘরোয়া ও আঞ্চলিক ক্রিকেটেও সম্পৃক্ত। ২০১৮ সালে এসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ফজলি। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে আফগানদের বাজে পারফরম্যান্সের পর তাকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে। দুই বছর পর আবারও চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তিনি।
দায়িত্বের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখ পড়তে হচ্ছে। কদিন পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা আফগানিস্তনের। কিন্তু আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক ইস্যুতে বড় বাঁধার মুখে পড়েছে সিরিজটি। বাঁধা কাটিয়ে এই সিরিজ আয়োজনের চ্যালেঞ্জ ফজলির সামনে।
তালেবানরা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগান ক্রিকেট নিয়ে শঙ্কার যতো প্রশ্ন উঠছে সেসবের উত্তর খোঁজাও বড় চ্যালেঞ্জ ফজলির।