২৯ আগস্ট মেসির অভিষেক
২৪ আগস্ট ২০২১ ১২:১৮
বার্সেলোনা ছেড়ে এই আগস্টেই প্যারিস সেইন্ট জার্মেইতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন মেসি। সেঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পিএসজির জার্সিতে মাঠে নামেননি মেসি। তবে এবার মেসির পিএসজির জার্সিতে অভিষেকের ইঙ্গিত দিলেন দলটির কোচ মাউরিসিও পচেত্তিনো।
২০২১/২২ মৌসুমের লিগ ওয়ানের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফুরফুরে মেজাজে প্যারিসিয়ানরা। তবে এতেও সমর্থকরা তৃপ্তির ঢেকুর তুলছেন না। কেননা দলের হয়ে এখনো সমর্থকরা দেখতে পারেননি লিওনেল মেসিকে। পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি।
আগামি ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাবেন মেসি। তবে তার আগেই তাকে দেখা যেতে পারে পিএসজির জার্সিতে অভিষেক। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো ইএসপিএনকে এ ব্যাপারে জানিয়েছেন।
পচেত্তিনো মেসি সম্পর্কে জানান, মেসি শারীরিকভাবে সুস্থ আছেন।
‘মেসি সুস্থ আছেন। গেল এক সপ্তাহে সে অনুশীলনে দারুণ করেছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা তাকে দলে দেখতে পারি।’—বলেন মাউরিসিও পচেত্তিনো।
আগামী ২৯ আগস্ট রাতে রেইমসের বিপক্ষে লিগ ওয়ানে নিজেদে চতুর্থ ম্যাচে মাঠে নামবে পিএসজি। আর এই ম্যাচেই দেখা যেতে পারে লিওনেল মেসিকে প্যারিসিয়ানদের জার্সি গায়ে অভিষেক করতে।
সারাবাংলা/এসএস
পিএসজিতে মেসির অভিষেক প্যারিস সেইন্ট জার্মেই ফ্রেঞ্চ লিগ ওয়ান মাউরিসিও পচেত্তিনো লিওনেল মেসি লিগ ওয়ান