Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে ফিরে বলতে চাই বাংলাদেশকে সিরিজ হারিয়েছি’


২৫ আগস্ট ২০২১ ১৬:৩৪

গত কয়েক বছর ধরেই দেশের মাটিতে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে ভয়ঙ্কর বাংলাদেশ। কতোটা ভয়ঙ্কর সেটা বুঝা গেছে গত অস্ট্রেলিয়া সিরিজেও। বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ৪-১ ব্যবধানে হেরেছে অজিরা। শেষ টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর ৬১ রানে গুটিয়ে গিয়েছিল অজিরা। কদিন পর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডও খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। কন্ডিশন ও দলীয় শক্তির বিচারে মনে করা হচ্ছে কিউইদেরও বেশ ভুগতে হবে এই সিরিজে। তবে নিউজিল্যন্ড নিশ্চয় ছেড়ে কথা বলবে না! আসন্ন সিরিজে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানালেন নিউজিল্যান্ডের পেসার হামিশ বেনেট।

বিজ্ঞাপন

কোভিডকালীন ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশে অনেকটা দ্বিতীয় সারির দলই পাঠিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ স্কোয়াডে থাকা একজন ক্রিকেটারও নেই বাংলাদেশ সিরিজের দলে। সেই কারণেই হয়তো অনেকদিন পর নিউজিল্যান্ডের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন বেনেট!

২০১০ সালে বাংলাদেশ সফরে এসে ৪-০ তে ওয়ানডে সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড। ওই সিরিজে অভিষেক হয় বেনেটের। নিউজিল্যান্ড যখন আরেকবার বাংলাদেশে সিরিজ খেলতে এলো তখনও দলের সঙ্গী বেনেট।

পুরনো স্মৃতি মনে করিয়েই ডানহাতি পেসার বলছিলেন, ‘এটা একটা ভিন্ন দল ভিন্ন কোচিং স্টাফ এসেছে। আমরা দল হিসেবে দেশের জন্য খেলতে চাই। বাংলাদেশে আমি আগেও এসেছি, সেবার আমরা ৪-০ ব্যবধানে হেরেছিলাম। আমাদের এখানে খুব বেশি সফলতা নেই।’

তিনি বলেন, ‘এটাই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণার জায়গায়। যদি ভালো করতে পারি তাহলে নিউজিল্যান্ড ফিরে বলতে পারব বাংলাদেশে আমরা একটা সিরিজ জিতে এসেছি। আপনি দেখেন অস্ট্রেলিয়া বা অন্য বড় দলের বাংলাদেশে কেমন সংগ্রাম করতে হয়েছে।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত মঙ্গলবার বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবেন কিউইরা। সবকিছু ঠিক থাকলে ১ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ হামিশ বেনেট

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর