Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভা


২৫ আগস্ট ২০২১ ১৯:৪৯

অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে বিসিবির এজিএম। সভা শুরু হবে সকাল ১১টায়।

বুধবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নানান কারণে গত তিন বছর ধরে বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গত জুলাইয়ে আলোচিত এই সভা আয়োজনের কথা ছিল। কিন্তু দেশে করোনার উপদ্রব বেড়ে যাওয়াতে তা পিছিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এবারের এজিএমে অংশ নিবেন ১৬৬ জন কাউন্সিলর। চার বছরের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট, কার্যক্রমের মতো বিষয়গুলো আলোচনা করা হবে এজিএমে। ২০২০-২১ অর্থবছরের বাজেটও অনুমোদন করা হতে পারে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ মিরপুরে সাংবাদিকদের জানান, ‘প্রকৃতপক্ষে গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএম করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব।’

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর