Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগায় বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২১ ১৬:৫১

বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া স্প্যানিশ লা লিগার ক্লাব রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন। লা লিগার ইতিহাসে ২০ বছর বয়সী জিদানই প্রথম কোনো বাংলাদেশি ফুটবলার হিসেবে চুক্তিবদ্ধ হলেন।

ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ভায়োকানোর সঙ্গে জিদানের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেই পোস্টে অ্যান্থেম স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান লা লিগার দল রায়ো ভায়োকানোর হয়ে খেলবে। আমাদের এজেন্ট মরিস পাজনিওর মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে।’

বিজ্ঞাপন

সংবাদটি নিশ্চিত করেছে জেনোভা স্পোর্টসও, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর একাডেমিতে দুই মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে।’

চুক্তির আগে দুই মাস ভায়োকানোর ট্রায়ালে ছিলেন জিদান। তবে মূল দলে নাকি ‘বি’ দলের খেলবেন জিদান সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০০১ সালের লন্ডনে জন্ম নেওয়া জিদান মিয়া যুব পর্যায়ে খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলির হয়ে। ২০১২ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের এফসি ডালাসে। দলটির যুব একাডেমিতে তিন বছর খেলেছেন জিদান।

সারাবাংলা/এসএস

জিদান মিয়া বাংলাদেশি বংশোদ্ভূত রায়ো ভায়োকানো লা লিগায়

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর