Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভান্ডোফস্কির হ্যাটট্রিকে বায়ার্নের বড় জয়

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২১ ০০:৪৩

জার্মান বুন্দেস লিগার তৃতীয় রাউন্ডে রবার্ট লেভান্ডোফস্কির হ্যাটট্রিকে হার্থা বার্লিনকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। লেভান্ডোফস্কির হ্যাটট্রিক ছাড়া বাকি দুটি গোল এসেছে থমাস মুলার এবং জামাল মুসাইলার কাছ থেকে।

বুন্দেস লিগার ম্যাচে মাঠে নামার আগে নিজেদের শেষ ম্যাচে জার্মান কাপে ব্রেমেরকে ১২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন। যদিও সে ম্যাচ বিশ্রামে ছিলেন রবার্ট লেভান্ডোফস্কি। সে রাগেই কিনা হার্থা বার্লিনের বিপক্ষে করে বসলেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক।

বিজ্ঞাপন

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণে বায়ার্ন দখলে। ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রেখে ১৫টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে আট শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে হার্থা বার্লিন।

ঘরের মাঠে চ্যাম্পিয়নদের লিড নিতে অপেক্ষা করতে হয় মাত্র ছয় মিনিট। আলফোন্সো ডেভিদের দারুন এক ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান থমাস মুলার। এরপর ম্যাচের ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডোফস্কি। ডান থেকে সার্জ গ্ন্যাব্রির ক্রস থেকে লেভা হেড করলে বল ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল দুই ডিফেন্ডারের উপরে লাফিয়ে আবারও হেড করেন। তবে এবার আর লক্ষ্যভ্রষ্ট হয়নি, বল জড়িয়েছে জালে। তাতেই বায়ার্ন এগিয়ে ২-০ গোলের ব্যবধানে।

বিরতি থেকে ফিরেই দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মাথায় বায়ার্নের ব্যবধান ৩-০ করেন জামাল মুসাইলা। বাঁ দিক থেকে থমাস মুলারের দারুণ এক ক্রস নিয়ন্ত্রণে নিয়ে জায়গা বানিয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দলের লিড আরও বাড়ান জামাল মুসাইলা।

বিজ্ঞাপন

এরপর ম্যাচের ৭০তম মিনিটে বাম প্রান্ত দিয়ে মুলারের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর গোলমুখে পাস দেন লেরয় সানে। তার কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় দ্বিতীয় গোল করেন লেভা। বায়ার্নের হয়ে এটি ছিল এই পোলিশ স্ট্রাইকারের ৩০০তম গোল।

খেলার শেষ দিকে এসে নিজের হ্যাটট্রিকের জন্য মরিয়া লেভা ছয় মিনিট বাকি থাকতে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। আর তাতেই বায়ার্ন এগিয়ে যায় ৫-০ গোলের ব্যবধানে। এই নিয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বায়ার লেভারকুজেন।

সারাবাংলা/এসএস

জার্মান বুন্দেস লিগা বায়ার্ন মিউনিখ বনাম হার্থা বার্লিন বুন্দেস লিগা রবার্ট লেভান্ডোফস্কি লেভান্ডোফস্কি হ্যাটট্রিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর