Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণদের হাত ধরে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে: সাকিব


৩০ আগস্ট ২০২১ ১৫:৪৪

মাশরাফি বিন মোর্ত্তজার বিদায় সুর বেজেছে। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অপর চারজন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদও যে আর খুব বেশিদিন খেলতে পারবেন না তা মোটামুটি নিশ্চিত। চারজনের বয়সই ৩৩ ছাড়িয়েছে। আর হয়তো তিন-চার বছর খেলবেন। আবার চারজনের বয়সই যেহেতু কাছাকাছি সেহেতু ক্রিকেট ছাড়বেনও হয়তো কাছাকাছি সময়ে। তখন এই শূন্যতা পূরণ করবেন কারা, বাংলাদেশ ক্রিকেটের হাল ধরবেন কে? সাকিব আল হাসান মনে করছেন, সমস্যা হবে না। তরুণরা আরও ভালোভাবে এগিয়ে নিবেন দেশের ক্রিকেটকে।

বিজ্ঞাপন

বছরের পর বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিচ্ছেন এই পাঁচজন। গত কয়েক বছরের বাংলাদেশের এমন জয় নেই বললেই চলে যেখানে ‘পঞ্চপাণ্ডপে’র অবদান নেই। কাছাকাছি সময়ে তারা চলে গেলে বাংলাদেশ দল কেমন পারফর্ম করবে সেই ভাবনা অনেকেরই। সাকিব অবশ্য বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নয়। তরুণরা তাদের শূন্যতা ভালোভাবেই পূরণ করবেন মনে করছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারটি।

রোববার (২৯ আগস্ট) রাতে বেসরকারি এক প্রতিষ্ঠানের ফেসবুক লাইভ আড্ডায় যোগ দিয়েছিলেন সাকিব। সেখানে এক প্রশ্নের উত্তরে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘কোন কিছুই কারও জন্য অপেক্ষা করে না। একজন যাবে আরেকজন আসবে। সে হয়তো আরও ভালো করবে, এটাই নিয়ম। ক্রিকেট বা অন্য যেকোনো খেলাতে এরকমই হয়ে আসছে। দুই একজন ব্যতিক্রম থাকে, এ ছাড়া বাকিদের ক্ষেত্রে এমনই হতে থাকে। আমার মনে হয়, এটা কখনও সমস্যা হবে না বাংলাদেশ ক্রিকেটে। ভবিষ্যতে যারা আসবে তারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।’

সাকিব বলেন, ‘নতুন যারাই আসছে তারা সবাই অনেক প্রতিভাবান। তাদের মধ্যে ভালো কিছু করার অনেক সম্ভাবনা আছে। আমি দুই একজনের নাম নিতে চাইনা কারণ যারাই জাতীয় দলে এসেছে তাদেরই এটা প্রাপ্য। তারা সবাই প্রতিভাবান, এ কারণেই তারা দলে এসেছে। তা না হলে তো তারা দলে আসতো না। সবারই সম্ভাবনা আছে।’

মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারিরা ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ দেখিয়েছেন। বয়স অনুযায়ী এই তরুণরা অনেকটাই এগিয়ে মনে করেন সাকিব। বিপিএলের মতো টুর্নামেন্টে্ খেলে চাপ সামলানোর শিক্ষা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আসেন তরুণরা মনে করছেন সাকিব।

বিজ্ঞাপন

‘আমার কাছে মনে হয় ওদের বয়স কম হলেও ওরা অনেক বেশি পরিণত। আমাদের চেয়ে অনেক বেশি জানে অন্তত। কারণ বিপিএল খেলার ফলে এরই মধ্যে অনেক চাপ নিয়ে ওরা অভ্যস্ত। এ কারণে চাপটা অনেক কম বলে আমি মনে করি যখন ওরা আন্তর্জাতিক ক্রিকেটে আসে। ওরা যখন আসছে, ওরা জানে যে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগতে পারে। ঐ জায়গা থেকে আমি বললাম যে, তারা সবাই পরিণত। যারা অনেক ভালো এ ধরণের পরিস্থিতি সামলে নিতে পারে।’

আফিফ হোসেন ধ্রুব তামিম ইকবাল মুশফিকুর রহিম মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর