মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত পাকিস্তানের
৩০ আগস্ট ২০২১ ২২:০৮
মাঠে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিল পাকিস্তান। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। স্টেডিয়ামে ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির করোনা নিয়ন্ত্রণকারী প্রধান সংস্থা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন্স সেন্টার (এনসিওসি)।
তবে একটা শর্তও দিয়েছে এনসিওসি। বলা হয়েছে, করোনা ভ্যাকসিনের দুই ডোজই যারা নিয়েছেন তাদেরই কেবল স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হবে।
আসন্ন পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ধারণক্ষমতা অনুযায়ী দুই স্টেডিয়ামেই সর্বোচ্চ পাঁচ হাজার দর্শক স্টেডিয়ামে ঢুকতে পারবেন।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘যে কোনো ক্রীড়া ইভেন্টে দর্শক হলো প্রাণ। তারা খেলোয়াড়দের পারফর্ম করতে ও খেলা উপভোগ্য করে তোলার পরিবেশ তৈরি করেন। আমি নিশ্চিত এনসিওসির সিদ্ধান্তের পর টিকা না নেওয়া ক্রিকেট ভক্তরা দ্রুত টিকা কার্যক্রমে অংশ নিবেন যাতে দেশের মাটিতে ২০০৩ সালের পর দুই দলের প্রথম সিরিজের সাক্ষী হতে পারেন।’
সবকিছু ঠিক থাকলে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৭ সেপ্টেম্বর। ২০০৩ সালের পর এই প্রথম পাকিস্তানে সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড।