কাভানি-সুয়ারেজ কাউকেই পাচ্ছে না উরুগুয়ে
৩১ আগস্ট ২০২১ ১০:২০
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শুরু হচ্ছে। আর আসন্ন এই তিন ম্যাচে দলের সেরা দুই তারকাকে দলে পাচ্ছে না উরুগুয়ে। এডিনসন কাভানি ইংল্যান্ডের কোয়ারেনটাইন নীতির কারণে বাধ্য হয়ে যেতে পারছেন না। আর অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচে হাটুর ইনজুরিতে পড়ে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে গেছেন লুইস সুয়ারেজ।
যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ‘লাল তালিকায়’ থাকা দেশগুলো থেকে যুক্তরাজ্যে ফেরা ফুটবলারদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেনটাইনে থাকতে হবে। আর এই তালিকায় আছে লাতিন আমেরিকার সব দেশ। ফলে এই দেশগুলোর খেলোয়াড়রা বাছাইয়ের ম্যাচ খেলে সঠিক সময়ে ফিরলেও বাধ্যতামূলক কোয়ারেনটাইনের কারণে খেলতে পারবেন না ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ।
দেশের হয়ে খেলতে গেলে আগামী ১১ সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচ ও তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে খেলতে পারতেন না কাভানিও। তাই প্রিমিয়ার লিগের নিয়ম মেনে নিয়ে কাভানিকে জাতীয় দলে রাখছে না উরুগুয়ে।
এদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে লুইস সুয়ারেজকে তুলে নেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। পরদিন এক বিবৃতিতে অ্যাটলেটিকো জানায়, এমআরআই স্ক্যানে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের বাঁ হাঁটুতে চোট ধরা পড়েছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোর জন্য তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন না বলে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে ক্লাবের চিকিৎসক দল।
দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে আগামী শুক্রবার পেরুর বিপক্ষে খেলবে উরুগুয়ে। এরপর মঙ্গলবার বলিভিয়ার মুখোমুখি হবে তারা। ১০ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ একুয়েডর।
এখন পর্যন্ত বাছাই পর্বে ৬ ম্যাচ খেলেছে উরুগুয়ে। দুটি করে জয়, হার ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে চারে আছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।
সারাবাংলা/এসএস
২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব উরুগুয়ে এডিনসন কাভানি বিশ্বকাপ বাছাইপর্ব লুইস সুয়ারেজ