আফগানিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে ফাইলানে বাংলাদেশ
২ এপ্রিল ২০১৮ ২০:২৫ | আপডেট: ২ এপ্রিল ২০১৮ ২০:৩০
স্টাফ করেসপন্ডেন্ট
দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আফগানিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের নারী হ্যান্ডবল দল।
আজ সোমবার ভারতের লক্ষণৌতে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৫-০৯ গোলে আফগানিস্তানকে পরাজিত করেছে। বাংলাদেশ দল প্রথমার্ধে ১৭-০৪ গোলে এগিয়ে ছিল।
বাংলাদেশের পক্ষে সুমি সর্বোচ্চ ৯টি গোল করেছে। এছাড়া রুবিনা ৮টি, ডালিয়া ৪টি, শিরিনা, আল্পনা ও শিল্পী ৩টি করে গোল করেন। আফগানিস্তানের পক্ষে হুমায়রা ৪টি ও লিডা ও নাজামির ২টি করে গোল করেন।
অবশ্য দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরেছে গেছে বাংলাদেশ। ১৭-২৬ গোল ব্যবধানে হেরেছে দল।
সারাবাংলা/জেএইচ