পাপন আশাবাদী, পরের বিশ্বকাপ খেলবেন তামিম
১ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৮
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার প্রহর গুনছে বাংলাদেশ। এমন সময়ে হুট করেই বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে দিলেন দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বয়স তেত্রিশের কোটা পেরিয়েছে তামিমের। তাহলে কি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম অধ্যায় শেষ?
তামিম অনেকদিন ধরেই একটি ফরম্যাটকে বিদায় বলার ইঙ্গিত দিয়ে আসছিলেন। মনে করা হচ্ছিল, এবারের বিশ্বকাপ থেলে হয়তো টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিবেন। কিন্তু বিশ্বকাপ থেকেই নিজেকে সরিয়ে নিলেন ওয়ানডে অধিনায়ক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি অবশ্য মনে করছেন, তামিমের টি-টোয়েন্টি অধ্যায় এখানেই শেষ নয়। বিসিবি প্রধানের প্রত্যাশা, এবার সরে দাঁড়ালেও পরের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলবেন তামিম।
বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাপন। তামিমের সরে দাঁড়ানো প্রসঙ্গেই বেশি কথা হলো। এক প্রশ্নের উত্তরে বিসিবি বস বলছিলেন, ‘বিশ্বকাপের পর আমাদের তো আরও অনেক খেলা (টি-টোয়েন্টি) আছে। সামনে বছর তো আরেকটি বিশ্বকাপ আছে। আমি আশা করি, তামিম আবারও টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরবে এবং সে সামনের বিশ্বকাপ খেলবে।’
আরও পড়ুন- ‘বোর্ডের ভাবনায় ছিলেন, না খেলার সিদ্ধান্ত তামিমের ব্যক্তিগত’
তবে তামিম যে বোর্ডের এবারের কেন্দ্রীয় চুক্তির টি-টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন না, সেটিও নিশ্চিত করলেন বোর্ড সভাপতি। বলেছেন, ‘চুক্তিটি মে টু ডিসেম্বর। এতে অনেকে আছে। অনেকে নেই। তামিম যেহেতু বলছে, টি-টোয়েন্টিতে নেই, অতএব সে নেই। কিন্তু ওডিআই, টেস্টের টিমে আছে। আবার রিয়াদ ঘোষণা দিয়েছে (টেস্ট থেকে অবসরের ঘোষণা), এখনো সামনাসামনি কিছু বলেনি। তাই সে টেস্টে নেই। তামিম যদি খেলে, তাহলে অন্তর্ভুক্ত হবে।’
পাপনের বক্তব্যেই উঠে এসেছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের ‘প্রশ্নবোধকভাবে’ টেস্ট থেকে অবসর নেওয়ার প্রসঙ্গ। তামিমের সরে দাঁড়ানোতেও ‘কিন্তু’ খুঁজছেন অনেকে। বোর্ডের সঙ্গে কোনো দূরত্বের কারণেই কি এমনটি হচ্ছে?
এমন প্রশ্নের জবাবে পাপনের উত্তর, ‘আমার জানামতে এখানে কোনো দূরত্ব নেই। তামিমের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন ধরে। নিউজিল্যান্ডে টি-২০ খেলবে না জানিয়েছিল। জিম্বাবুয়েতেও জানিয়েছিল। অস্ট্রেলিয়া এলো, তখনো জানিয়েছিল। এর বাইরে কোনো কাহিনি আছে কি না, জানতে হলে বসতে হবে। (অন্য কোনো কারণ) থাকতে পারে। জানি না।’
আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম
মাহমুদউল্লাহ’র প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু টেস্ট দলে ছিল না। ওকে আমার বাসায় নিয়ে বসেছিলাম। বারবার জিজ্ঞাসা করেছি, টেস্টে সে আগ্রহ কি না। আমাদের জানামতে সে তিন সংস্করণের মধ্যে সবচেয়ে উপযুক্ত টেস্টে। সে আমাকে প্রতিবার বলেছে, খুব আগ্রহী টেস্ট খেলতে।’
পাপন আরও বলেন, ‘আমরা বলেছিলাম— কে কোন সংস্করণ খেলবে, জানাও। সে (মাহমুদুল্লাহ) লিখে দিয়েছে, টেস্ট খেলবে যদি দলে নেওয়া হয়। সে কিন্তু লেট ইনক্লুশন ছিল। এত কিছুর পর তাকে যখন পাঠানো হলো, সে যখন ঘোষণাটা দিলো (অবসরের ঘোষণা), এটি একেবারে অপ্রত্যাশিত ছিল।’
এভাবে অবসর নেওয়া বা না লেখার ঘোষণাকে ‘অপ্রত্যাশিত’ বলে অভিহিত করছেন বিসিবি বস। বলছেন, ‘তামিমের সঙ্গে এটা মেলাতে পারছি না। তামিমেরটা আমাদের জানা ছিল। রিয়াদেরটা অপ্রত্যাশিত ছিল। এভাবে উচিত নয়। এভাবে আকস্মিক কোনো প্লেয়ার ঘোষণা দিতে পারে না।’
অবসর, খেলা বা না খেলার এসব আলোচনার সূত্রপাত টাইগারদের ওয়ানডে টিমের অধিনায়ক তামিম ইকবালের এক ঘোষণায়। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না।
সারাবাংলা/এসএইচএস/টিআর