Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলার মেহেদি-নাসুম, কিপার হেরাথ!


৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৪

প্রথম দেখায় চমকে উঠতে পারেন যে কেউই! রঙ্গনা হেরাথ আবার উইকেটরক্ষক কবে হলেন বাপু? শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় শুরু হতে তখন ঘণ্টা দুইয়েক বাকি। এমন সময় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল উইকেটরক্ষক হেরাথকে। মূলত দুই তরুণ স্পিনার শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদকে টিপস দিতেই কিপারের ভূমিকা নিয়েছিলেন শ্রীলংকান স্পিন কিংবদন্তি।

ম্যাচের আগে ক্রিকেটারদের টুকটাক ব্যাটে-বলে অনুশীলন নতুন নয়। ম্যাচের আগে ব্যাটারদের অনেকেরই কিছু সময় নক করার চেষ্টা করেন। বোলাররা হাত ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আজ মেহেদি, নাসুমদের নিয়ে একটু বেশিই তৎপর দেখা গেল বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে।

এক নাম্বর পিচে পালা করে বোলিং করছিলেন নাসুম, শেখ মেহেদি। কিপিংয়ের গ্লাফস হাতে বল ধরছিলেন এবং উইকেটের পেছন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন হেরাথ। খানিক পরপর এগিয়ে গিয়ে দুজনের সঙ্গে কথা বলতে দেখা গেল। বুঝাই যাচ্ছিল, শিষ্যদের স্পিন পরামর্শ দিচ্ছিলেন লংকান কিংবদন্তি। গত অস্ট্রেলিয়া সিরিজ ও চলতি নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বাংলাদেশের স্পিনাররা। স্পিন কোচ নিশ্চয় চাইছেন স্পিনারদের আরও ধারালো করে তুলতে।

নাসুম-মেহেদিরা যখন হেরাতের দীক্ষা নিচ্ছিলেন মুশফিকুর রহিম মাঠের এক কোনে নেট টানিয়ে তখন নক করছিলেন। পর্যায়ক্রমে ব্যাট হাতে নক করতে আসতে দেখা গেল সাইফউদ্দিন, মাহমুদউল্লাহদেরও। মুশফিক অনেকক্ষণ নক করার পর ম্যাচের উইকেট পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ। তারপর ফুটবল নিয়ে মেতে উঠলেন সাকিব আল হাসান, নাইম হাসান, আফিফ হোসেনদের সঙ্গে।

ফুরফুরে মেজাজে অনেকক্ষণ ফুটবল নিয়ে মেতে ছিলেন ক্রিকেটাররা। টানা জয়ের মধ্যে থাকা টাইগাররা যে আত্মবিশ্বাসে টইটুম্বর ম্যাচ পূর্ব টুকটাক অনুশীলনে সেটা বুঝা গেল বারবারই।

নাসুম আহমেদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ রঙ্গনা হেরাথ শেখ মেহেদি হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর