মিরপুরে ভিন্ন পন্থায় রান তোলার বার্তা লিটনের
৬ সেপ্টেম্বর ২০২১ ২২:২১
আধুনিক টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। ধুমধারাক্কা ব্যাটিংয়ে দর্শকরা বাড়তি বিনোদোন খুঁজে পান বলেই হয়তো তর তর করে বাড়ছে এই সংস্করণের জনপ্রিয়তা। কিন্তু মিরপুরে ঘটছে ব্যতিক্রম ঘটনা। গত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দলীয় স্কোর ১২০ পার করতেই ঘাম ছুটে গেছে ব্যাটারদের। চলতি বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দেখা যাচ্ছে একই ঘটনা। লিটন কুমার দাস বলছেন, এই উইকেটে ধুমধারাক্কা ব্যাটিংয়ের চিন্তা বাদ! বাউন্ডারির চিন্তা বাদ দিয়ে সিঙ্গেলের দিকে ঝুঁকলেই মিরপুরে তুলনামূলক ভালো সংগ্রহ পাওয়া যাবে বলছেন বাংলাদেশের তরুণ ওপেনার।
সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় লিটন বলছিলেন, ‘যেহেতু কম রানের ম্যাচ হচ্ছে, তাই রান করাটা এত সহজ না। বাউন্ডারি মারাটা কঠিন, ছক্কা কিংবা চার মারাটাই অনেক কঠিন। আমার মনে হয়, সিঙ্গেলে একটু বেশি মনোযোগ দিতে হবে। ‘রানিং বিটুইন দা উইকেট’ এ একটু বেশি মনোযোগ দিতে হবে।’
গত অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের বড় সমস্যা ছিল ওপেনিং জুটি। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছিল সৌম্য সরকার ও নাইম শেখের ওপেনিং জুটি। কিন্তু লিটন দাস ওপেনিংয়ে ফেরার পর চলতি নিউজিল্যান্ড সিরিজে বেশ ভালোই শুরু পাচ্ছে বাংলাদেশ।
টানা দুই জয়ের পর একদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচেও ভালো শুরু পেয়েছিলেন লিটন-নাইম জুটি। কিন্তু জুটিটা বড় করতে পারেননি দুজন। সেই আক্ষেপ ঝড়ল লিটনের কণ্ঠে, ‘আমি আর নাইম শুরুটা ভালো করেছিলাম। আমি যদি ওই জায়গাটায় আরেকটু সেন্সিবল ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম, কাজটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাইমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ এলে পরের বার চেষ্টা করব ইনিংস বড় করার জন্য।’
কৌশলে উইকেটের সমালোচনাও হয়তো করতে চাইলেন লিটন! বলেছেন টি-টোয়েন্টিতে এমন উইকেটে মানিয়ে নেওয়া কঠিন, ‘গত ৩ টা ম্যাচেই কম রান হয়েছে। আমরা না শুধু তাদের ব্যাটসম্যানরাও ভুগছে। এটা চ্যালেঞ্জিং বিষয় কারণ, টি-টোয়েন্টিতে সবসময় লক্ষ্য থাকে বড় স্কোর করার বা রানের চাকা সচল রাখার। যেহেতু এ জিনিসটা হচ্ছে না খেলাটা সেভাবে পাল্টাতে হচ্ছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম উইকেটে মানিয়ে নেওয়া কঠিন। কারণ, সব ব্যাটসম্যানই একটু আক্রমণাত্মক মেজাজে থাকে।’
আগামী ৮ সেপ্টেম্বর মন্থর উইকেট মানিয়ে নেওয়ার আরেকটা চ্যালেঞ্জ নিতে হবে লিটনদের। সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। অর্থাৎ বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ জিতবে স্বাগতিকরা।