Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে পঞ্চম বিপিএলের টুকিটাকি


১৩ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৯

সারাবাংলা ডেস্ক

বিপিএলের পঞ্চম আসরের পর্দা নেমেছে। ফাইনালে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। লিগ পর্বে প্রতিটি দলের ১২টি করে ম্যাচ, এলিমিনেটর, দুইটি কোয়ালিফায়ার এবং ফাইনালের পর মোট ৪৬টি ম্যাচ শেষে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের কিছু টুকিটাকি পারফর্ম নজর কেড়েছে। সাথে ছিল দলীয় পারফর্ম।

এবারের এই মেগা ইভেন্টে ছক্কার রাজা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রংপুর রাইডার্সের ওপেনার ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুটি সেঞ্চুরি আর দুটি হাফ-সেঞ্চুরি হাঁকানো গেইল এই আসরে ছক্কা হাঁকিয়েছেন ৪৭টি। তারই স্বদেশি ঢাকা ডায়নামাইটসের ওপেনার এভিন লুইস হাঁকিয়েছেন ২৭টি ছক্কা। ২১টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় তিন নম্বরে চিটাগং ভাইকিংসের লুক রঞ্চি।

ব্যক্তিগত ইনিংসও ক্রিস গেইলের দখলে। ফাইনালে ক্যারিবীয়ান তারকা খেলেছিলেন ৬৯ বলে ৫টি চার আর ১৮টি ছক্কায় অপরাজিত ১৪৬ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ রানটিও গেইলের দখলে। এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে ৫১ বলে ৬টি চার আর ১৪টি ছক্কায় সেই ম্যাচে করেছিলেন অপরাজিত ১২৬ রান। তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন রংপুর রাইডার্সে খেলা গেইলের সতীর্থ ওপেনার জনসন চার্লস। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে তিনি করেছিলেন অপরাজিত ১০৫ রান। এই তিনটি সেঞ্চুরিই এসেছে এবারের বিপিএলে।

সর্বোচ্চ দলীয় রানের তালিকায় এক নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। গত ২৭ নভেম্বর চট্টগ্রামের মাঠে টাইটান্সরা স্বাগতিকদের বিপক্ষে করেছিল ৫ উইকেটে ২১৩ রান। ২১১ রান করে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় দুইয়ে চিটাগং ভাইকিংস। আর ফাইনালে ১ উইকেট হারিয়ে রংপুর তুলেছিল ২০৬ রান। ২০০ ছাড়ানো ইনিংস তিনবার করেছিল ঢাকা ডায়নামাইটস। নাসিরের সিলেটও একবার ২০০ ছাড়ানো ইনিংস দেখেছিল।

বিজ্ঞাপন

এবারের আসরে রানের দিক দিয়ে সর্বোচ্চ ব্যবধানের জয়টি বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের দখলে। গত ২ ডিসেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকা জিতেছিল ৯৯ রানের বিশাল ব্যবধানে। এই তালিকায় দুই এবং তিনেও ঢাকার দলটিই। ৮ ডিসেম্বর কুমিল্লাকে ৯৫ রানে হারায় সাকিবরা। আর গত ১৮ নভেম্বর রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়েছিল ডায়নামাইটসরা।

বেস্ট বোলিং ফিগারের তালিকায় এক নম্বরে বিশ্বসেরা অলরাউন্ডার ঢাকার দলপতি সাকিব। গত ২১ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভার বল করে ১৬ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন তিনি। ৩.৩ ওভারে কুমিল্লার পাকিস্তানি পেসার হাসান আলি ২০ রান দিয়ে ঢাকার বিপক্ষে ৫ উইকেট নিয়ে এই তালিকায় দুই নম্বরে। আর খুলনার পেসার শফিউল ইসলাম ৪ ওভারে ২৬ রান দিয়ে রাজশাহীর ৫ উইকেট তুলে নেন।

উইকেটের পেছনে থেকে ১২ ম্যাচ খেলে ১২টি ডিসমিসাল করে তালিকায় এক নম্বরে ঢাকার উইকেটরক্ষক জহুরুল ইসলাম। এর মধ্যে ৬টি ক্যাচ আর ৬টি স্ট্যাম্পিং করেছেন জহুরুল। ১২ ম্যাচে পাঁচটি ক্যাচ আর ৫টি স্ট্যাম্পিং করে মোট ১০টি ডিসমিসালে দুইয়ে কুমিল্লার উইকেটরক্ষক লিটন দাস। ১৫ ম্যাচে সাতটি ক্যাচ আর তিনটি স্ট্যাম্পিং করে মোট ১০টি ডিসমিসালের মালিক হয়ে তিন নম্বরে চ্যাম্পিয়ন রংপুরের উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন।

সর্বোচ্চ ১৩টি ক্যাচ নিয়ে এই তালিকায় শীর্ষে খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। ১০টি ক্যাচ নিয়ে দুইয়ে খুলনার আরিফুল হক। সিলেটের সাব্বির রহমান ১১টি ক্যাচ নিয়ে তিন নম্বরে।

এবারের আসরে প্রথম উইকেট জুটিতে ১২৯ রান তুলে শীর্ষে ঢাকার ওপেনার সুনীল নারাইন এবং জো ডেনলি। দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২০১ রান তুলে শীর্ষে রংপুর রাইডার্সের ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম জুটি। তৃতীয় উইকেট জুটিতে রংপুরের গেইল-মিঠুন তুলেছিলেন অবিচ্ছিন্ন ১৪৬ রান। চতুর্থ উইকেট জুটিতে সিলেটের দলপতি নাসির-সাব্বির তুলেছিলেন সর্বোচ্চ ১১৭ রান। পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান করেছিলেন রংপুরের রবি বোপারা-নাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়াও চট্টগ্রাম-সিলেট ম্যাচে সর্বনিম্ন দলীয় স্কোর (৬৭ রান) দেখা গেছে। ইনজুরির কারণে বিপিএলের এবারের আসরে প্রথম দিকে খেলতে না পারা কুমিল্লার দলপতি তামিম ইকবাল সবচেয়ে বেশি চার হাঁকিয়েছেন (৪৫টি)। ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট রাজশাহী কিংসের দলপতি ড্যারেন স্যামির। কুমিল্লার মোহাম্মদ সাইফুদ্দিনকে পেটানোর দিনে রাজশাহীর দলপতি স্যামি ১৪ বলে অপরাজিত ৪৭ রান করেন। সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ে নাম লিখিয়েছেন কুমিল্লার আফগান স্পিনার রশিদ খান। কুমিল্লা-রাজশাহী ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৪-০-৭-১।

সারাবাংলা/এমআরপি/১৩ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর