Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডেতে ডাবলের রাজা রোহিত


১৩ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৭

সারাবাংলা ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের দলপতি রোহিত শর্মা। নিয়মিত দলপতি বিরাট কোহলির বিশ্রামের সুবাদে এই সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব রোহিতের কাঁধে। আর বিশাল দায়িত্ব কাঁধে রেখেই অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেছেন তিনি।

ওয়ানডেতে সাতবার ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। এর তিনটিই রোহিত শর্মার দখলে। পাঁচটিই ভারতের দখলে। আর একবার করে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয়ান দানব ক্রিস গেইল এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

চন্ডিগড়ে ওপেনিংয়ে নেমে শ্রীলঙ্কার বোলারদের স্বস্তিতে থাকতে দেননি রোহিত শর্মা। ১৫৩ বলে ১৩টি বাউন্ডারি আর ১২টি ওভার বাউন্ডারিতে তিনি করেন অপরাজিত ২০৮ রান। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৯২ রান।

এর আগে রোহিতের দখলে ছিল ২৬৪ এবং ২০৯ রানের ইনিংস। এছাড়া, গাপটিল ২৩৭, বিরেন্দর শেওয়াগ ২১৯, ক্রিস গেইল ২১৫, শচীন টেন্ডুলকার ২০০ রানের ইনিংস খেলেছিলেন।

সারাবাংলা/এমআরপি/১৩ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর