Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের শুভকামনা, প্রধান নির্বাচক বললেন ‘দুর্ভাগ্য’


৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৩

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই তামিম ইকবাল নেই দলে। কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ ওপেনার। দল ঘোষণার পর বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তামিম। এদিকে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, বিশ্বকাপে তামিমকে না পাওয়াটা দুর্ভাগ্যের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি কার্যালয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক। সেই সময় উপস্থিত ছিলেন আরও দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। দল ঘোষণার কিছুক্ষণ পরই নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সকলকে অভিনন্দন। পুরো দলকে শুভ কামনা।’

তার আগে দল ঘোষণার পর প্রশ্নত্তোর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘তামিম আমাদের তিন ফরম্যাটে অন্যতম বেস্ট ক্রিকেটার। এখন ও নিজে থেকেই সরে দাঁড়িয়েছে, আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা ওকে পাবো। এটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দল এবং আমরাও মিস করবো। তবুও আমরা আত্মবিশ্বাসী, ও ভাল ভাবে ফিরে আসবে।’

তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস, নাইম শেখ ও সৌম্য সরকার। নির্বাচকরা আত্মবিশ্বাসী তাদের নিয়ে। মিনহাজুল আবেদিন বলেন, ‘অবশ্যই যারা সুযোগ পেয়েছে এটা বিরাট প্লাটফর্মের মধ্যে আছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে ভাল খেলার এবং বিশ্বকাপে এই ওপেনারদের ওপর আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী যে ওরা ভাল করবে।’

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের বিশ্বকাপ দল মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর