এক নজরে বিশ্বকাপ দলের টাইগারদের টি-টোয়েন্টি পারফরম্যান্স
৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৫০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:০২
অক্টোবরে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বেশ কয়েকটি দেশ এরই মধ্যে ঘোষণা করেছে বিশ্বকাপের দল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। অস্ট্রেলিয়ার সঙ্গে সবশেষ সিরিজ এবং নিউজিল্যান্ডের সঙ্গে চলমান সিরিজের যে দলটি রয়েছে, মোটামুটি সেই দলটিকেই নির্বাচকরা রেখেছেন বিশ্বকাপের দলে। অতিরিক্ত দু’জনসহ ১৭ জনের এই দলের খেলোয়াড়দের টি-টোয়েন্টিতে কার পরিসংখ্যান কেমন, চলুন দেখে নিই একনজরে—
- অধিনায়কের আর্ম ব্যান্ড থাকছে মিস্টার কুল মাহমুদুল্লাহ রিয়াদের হাতে
- ওয়ানডে বিশ্বকাপের মতোই এই বিশ্বকাপেও ‘অবিশ্বাস্য পারফরম্যান্সে’র প্রত্যাশা নিশ্চয় থাকবে সাকিবের কাছে
- মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের কাঁধে থাকছে মিডল অর্ডারের দায়িত্ব
- ফিজের কাটার আরব আমিরাতের পিচেও প্রতিপক্ষকে নাকানি-চুবানি খাওয়াবে— টাইগার ভক্তরা সেই আশাতেই থাকবেন
- পিচে আগুন ঝরাতে তাসকিনের ওপর ভরসা থাকবে দলের
- ওপেনিংয়ে নামলে ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন লিটন দাস
- স্কোয়াডে তিন ওপেনারের মধ্যে অভিজ্ঞতাকে গুরুত্ব দিলে সুযোগ পাবেন সৌম্য
- পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের কাছে ব্যাটে-বলে সমান পারফরম্যান্স চাইবে টিম টাইগার
- উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে শেষের দিকে ক্যামিও ইনিংসের প্রত্যাশা থাকবে সোহানের কাছেও
- মিডল বা লেট-মিডল অর্ডারে নেমে শেষ কয়েক ওভারে রানকে প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার দায়িত্ব আফিফের ওপরেই থাকবে
- লিটন-সৌম্যের সঙ্গে ওপেনিং জুটিতে প্রতিদ্বন্দ্বী নাঈম, পিচ বুঝে দ্রুত রান তোলার সক্ষমতা রয়েছে তারও
- গত দুই সিরিজেই এক প্রাপ্ত থেকে বোলিং ওপেন করেছেন নাসুম, বিশ্বকাপেও থাকতে পারে সে ধারাবাহিকতা
- ওপেনিং বোলার হিসেবে গত দুই সিরিজেই আস্থা ছিল মেহেদীর ওপরও
- দলের থার্ড পেসার, পিচ বুঝে গতির ঝড় তুলতে পারেন এই তরুণ তুর্কিও
- ছোট্ট ক্যারিয়ারে কয়েকটি ক্যামিও ইনিংস রয়েছে শামীমের, টিম ফরমেশনে সুযোগ পেলে তার ওপর তেমনই থাকবে প্রত্যাশা
- রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে স্থান পেয়েছেন অভিজ্ঞ পেসার রুবেল
- দ্বিতীয় রিজার্ভ প্লেয়ার হিসেবেও রয়েছেন একজন বোলার— লেগ স্পিনার আমিনুল