ফুসফুস ক্যান্সারের বিপক্ষে পরাজিত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আইসিসি প্যানেলের সাবেক বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ। প্রয়াত এই আম্পায়ারের স্মরণে চলতি বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পঞ্চম ম্যাচ শুরুর আগে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদশে। ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় স্টেডিয়ামের প্রেস বক্সে উপস্থিত থাকা সকল গণমাধ্যমকর্মী, ভিআইপি বক্সে থাকা উপস্থিতিগণ এবং বিভিন্ন স্থানে উপস্থিত থাকা সকলে দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
দীর্ঘদিন ক্যান্সারে ভোগা নাদির শাহ শুক্রবার ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
বছর দুয়েক আগে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ পরিচালনার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন নাদির শাহ। এরপর আম্পায়ারিং থেকে বিরতিতে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। বার বার মাঠে ফেরার ইচ্ছা পোষণ করলেও শেষ পর্যন্ত ক্যান্সারের সঙ্গে আর পেরে উঠলেন না এই মাঠের মানুষ।