আরও গোছালো বিপিএলের প্রত্যাশা সাকিবের
১২ সেপ্টেম্বর ২০২১ ২৩:১২
করোনা ভাইরাসের কারণে ২০২০-২১ মৌসুমের বিপিএল মাঠে গড়ায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আসন্ন বিপিএলের জন্য সময় রাখা আছে। তবে সেটা কখন তা জানা যায়নি। গত বিপিএলগুলোও নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি। সাকিব আল হাসান বললেন, বিপিএল নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত। নির্দিষ্ট দলের কথাও উল্লেখ করেছেন দেশসেরা ক্রিকেটার। তার মতে, গুছিয়ে বিপিএল আয়োজন করা গেলে আরও কিছু ক্রিকেটার বের করে আনা সম্ভব।
রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব বলছিলেন, ‘বিপিএলের জন্য যদি একটা আলাদা সময় নির্ধারণ করা থাকে, নির্দিষ্ট দল যদি থাকে, তাহলে আরও গুছিয়ে করা সম্ভব। যেটা থেকে হয়তো আরও কিছু ক্রিকেটার বেরিয়ে আসবে। কারণ, প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই বেশি থাকে, যেহেতু বিদেশি ক্রিকেটাররা খেলবে। বিসিবিও খুবই আগ্রহী বিপিএলটা ভালোভাবে করার জন্য।’
বিসিবি সভাপতির কথামতো আসন্ন বিপিএলটা অনুষ্ঠিত হলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে বলেছেন সাকিব, ‘যত দূর আমি জানি, এবার বিপিএলের জন্য সময় রাখা আছে। এটা যদি হয়, তাহলে খুবই ভালো হবে, ক্রিকেটারদের জন্যও, বাংলাদেশ ক্রিকেটের জন্যও।’
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়কের পদটি ফাঁকা দীর্ঘদিন। বিশ্বকাপেও সহ-অধিনায়ক ছাড়া দল ঘোষণা করা হয়েছে। সাকিবের মতে, এতে খুব বেশি সমস্যা হবে না। তবে এটা যেহেতু ক্রিকেটের দীর্ঘদিনের রীতি সে হিসেবে সহ-অধিনায়কের চিন্তা করার পরামর্শ সাকিবের।
বলছিলেন, ‘যেহেতু এটা একটা ট্র্যাডিশন, হয়তো (সহ-অধিনায়ক) থাকলে ভালো হতো। নাই বলে যে খুব একটা সমস্যা, সেটা আমার কাছে কখনোই মনে হয় না। স্বাভাবিকভাবেই পাঁচ-ছয়জন আছে, যারা লিডারশিপ গ্রুপের অংশ, তাদের সবাই মিলেই যে কোনো ক্রাইসিস মোমেন্ট বা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সবার আলোচনার মাধ্যমেই হয়। তাই খুব একটা সমম্যা হয় বলে আমার মনে হয় না।’
‘যখন কোনো ভাইস ক্যাপ্টেন থাকে, তখন যে খুব একটা বড় ভূমিকা রাখতে হয়, সেটা কিন্তু না। কিন্তু যেহেতু এটা একটা ট্র্যাডিশন ক্রিকেটের, সেদিক থেকে থাকতেই পারে।’