লংকানদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল প্রোটিয়ারা
১৩ সেপ্টেম্বর ২০২১ ০৪:০৯
কলম্বোয় রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংককাকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে রান তাড়ায় দলটির বিপক্ষে এটাই তাদের সবচেয়ে বড় জয়। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে ২-০ ব্যবধানে।
প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয়টিতেও দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পেল না স্বাগতিকরা। ব্যাটিং ব্যর্থতায় কোনো রকমে একশ পেরিয়ে গুটিয়ে যায় লংকানরা। সহজ লক্ষ্য পেয়ে ৩৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে প্রোটিয়ারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১০৩ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাবে ১৪.১ ওভারে কেবল ১ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় সফরকারীরা।
শুরুতেই উইকেট খোয়ায় শ্রীলংকা। দ্বিতীয় ওভারে দীনেশ চান্দিমালকে বিদায় করেন আনরিখ নরকিয়া। উইকেটে গিয়েই আগ্রাসী হয়ে ওঠেন ভানুকা রাজাপাকসে। তিনি অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ফুলটস ডেলিভারিতে মার্করামের হাতে ফিরতি ক্যাচ দেন।
এরপর দ্রুতই লংকানদের বিদায় করতে থাকেন বাঁহাতি স্পিনার তাবারিজ শামসি। স্পিনারদের ঘূর্ণিতে শেষ দিকে মাত্র ৩২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা লংকানদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০৩। পেরেরা ২৫ বলে সর্বোচ্চ ৩০ রান করেন দলের পক্ষে। ভানুকার ২০ রান আসে ১৩ বলে। এছাড়া, দুই অঙ্কের ঘরের পৌঁছান কেবল শানাকা ও চারিথা আসালাঙ্কা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে অনিয়মিত স্পিনার মার্করাম ৩ উইকেট নেন ২১ রানে। সমান সংখ্যক উইকেট পেতে শামসি খরচ করেন ২০ রান।
লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। তাদের জুটিতে পাওয়ার প্লেতে ৪৯ রান তুলে ফেলে সফরকারীরা। যেখানে অগ্রণী ছিলেন ডি কক। দেখেশুনে খেলতে থাকা হেনড্রিকস অবশ্য এরপর টিকেননি বেশিক্ষণ। ভানিন্দু হাসারাঙ্গার বলে ক্যাচ দেন কিপারের হাতে, করেন ২ চারে ১৮ রান।
এর কিছুক্ষণ পর হানা দেয় বৃষ্টি। ৪০ মিনিট পর খেলা শুরু হলে হাসারাঙ্গাকে চার মেরে ৪২ বলে ফিফটি তুলে নেন ডি কক। তাকে দারুণ সঙ্গ দিয়ে দলকে দ্রুত জয়ের দিকে এগিয়ে নেন মারক্রাম। দুইজনে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন। ডি কক ৭ চারে ৪৮ বলে করেন ৫৮। আর মার্করাম ১৯ বলে ৩ চারে করেন ২১ রান।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা