Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের টেস্ট ম্যাচ বাড়ছে


১৩ ডিসেম্বর ২০১৭ ১৬:৩২

সারাবাংলা ডেস্ক

এতদিন ধরে টাইগারদের টেস্ট ম্যাচ কম হওয়াতে একটা অভিযোগ ছিল ক্রিকেটার এবং দেশের ক্রিকেটপ্রেমীদের। সেই অভিযোগে হয়তো কিছুটা হলেও প্রলেপ পড়বে! আইসিসির নতুন ভবিষ্যত সফর সূচি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম-এফটিপি) অনুমোদন পেলে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। ২০১৯ খেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ খেলবে ৩৫টি টেস্ট। বর্তমান এফটিপিতে বাংলাদেশের টেস্ট সংখ্যা ছিল ৩৩টি, তবে নতুন মডেলে বাংলাদেশ পাচ্ছে ৩৫টি।

বিজ্ঞাপন

গত ৭ ও ৮ ডিসেম্বর সিঙ্গাপুরে আইসিসির কর্মশালায় ভবিষ্যত সূচির একটি রূপ দাঁড় করানো হয়। সেখানে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী ও ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার। আগামী ফেব্রুয়ারিতে আইসিসি প্রধান নির্বাহীদের সভায় এই সূচি পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে আগামী জুনে আইসিসি বোর্ড সভায়। এটা প্রস্তাবিত পরিকল্পনা হলেও আপাতদৃষ্টিতে তেমন কিছুই যে হবে সেটা এক প্রকার অনুমান করাই যায়।

নতুন এই সূচি অনুযায়ী বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলবে কেবল ভারত (৩৭টি), ইংল্যান্ড (৪৬টি) ও অস্ট্রেলিয়া (৪০টি)। এছাড়া, এই সময়ে ২৯টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ২৮টি খেলবে নিউজিল্যান্ড, ৩২টি দক্ষিণ আফ্রিকা, ২৯টি শ্রীলঙ্কা, ২৮টি পাকিস্তান, ১৭টি জিম্বাবুয়ে। টেস্ট পরিবারের নতুন দুই সদস্য আয়ারল্যান্ড খেলবে ১৬ টেস্ট, আফগানিস্তান খেলবে ১৩টি টেস্ট।

সারাবাংলা/এমআরপি/১৩ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর