শীর্ষস্থান হারালেন সাকিব
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৮
তিন বছরেরও বেশি সময় পর আইসিসি টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠে বসেছিলেন সাকিব আল হাসান, তবে সিংহাসনে খুব বেশি সময় বসা হলো না। টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশি তারকা।
গত অস্ট্রেলিয়া সিরিজ শেষে প্রকাশিত র্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠে বসেছিলেন সাকিব। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। হিংহাসন হারাতে হলো সেই কারণেই। সাকিবকে হঁটিয়ে শীর্ষে উঠে বসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
নবির রেটিং পয়েন্ট অবশ্য বাড়েনি। এই সময়ে আফগানিস্তান টি-টোয়েন্টিই খেলেনি। তবে নিউজিল্যান্ড সিরিজে সাকিব ভালো পারফরম্যান্স করতে পারেননি বলে তার রেটিং কমেছে। অদল-বদলটা হয়েছে সেই কারণেই।
নিচে নেমে যাওয়া সাকিবের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২৭৫। মোহাম্মদ নবির রেটিং ২৮৫। অলরাউন্ডার ক্যাটাগরির সেরা দশে ওঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩০ রেটিং নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আছেন ঠিক দশ নম্বরে।
ব্যাটিং র্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন তিনি। তরুণ ওপেনার নাইম শেখ উঠে এসেছেন ২৪ নম্বরে। বাংলাদেশি বোলারদের র্যাংঙ্কিং উন্নতি হয়েছে। মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে। তরুণ স্পিনার নাসুম আহমেদ এক লাফে ২৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম অবস্থানে।