Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ গোলের ম্যাচে ম্যানসিটিতে বিধ্বস্ত লাইপজিগ

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১ ০৩:২৮

ইতিহাদ স্টেডিয়ামে লাইপজিগের বিপক্ষে গ্রুপ ‘এ’-এর দুর্দান্ত এক ম্যাচের দেখা মিলেছে। দুই দল মিলিয়ে গোল করেছে মোট ৯টি। যার মধ্যে চারটি লাইপজিগ করলেও ৬-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। কেননা লাইপজিগ ডিফেন্ডার নরডি মুকেইলে গোল করলেও তা জড়িয়েছেন নিজেদের জালেই। অন্যদিকে ক্রিস্টফার এনকুঙ্কুর হ্যাটট্রিকে এক সময় মনে হচ্ছিল লাইপজিগ ড্র কিংবা জয় নিয়েও মাঠ ছাড়তে পারে। তবে শেষ পর্যন্ত পাঁচ ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

বিজ্ঞাপন

সিটিজেনদের হয়ে এদিন স্কোরশিটে নাম লেখান নাথান আকে, রিয়াদ মাহারেজ, জ্যাক গ্রিলিশ, জাও ক্যান্সেলো এবং গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া সিটির হয়ে বাকি গোলটি আসে আরবি লাইপজিগ ডিফেন্ডার নরডি মুকেইলের আত্মঘাতী গোল থেকে। জবাবে তিনটি গোল করেছে লাইপজিগই। ক্রিস্টোফার এনকুঙ্কুর হ্যাটট্রিকও পারেনি সিটির মাঠ থেকে লাইপজিগকে এক পয়েন্ট এনে দিতে।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় লিড নেয় ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশের কর্নার থেকে দারুণ এক হেডে ইংলিশ চ্যাম্পিয়নদের লিড এনে দেন ডাচ ডিফেন্ডার নাথান আকে। এরপর ২৮তম মিনিটে সফরকারীদের নরদি মুকেইলের আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ হয় সিটির।

কেভিন ডি ব্রুইনের ডান দিক থেকে গোলমুখে বাড়ানো ক্রসে নিচু হয়ে হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ফরাসি এই ডিফেন্ডার। এরপর ৪২তম মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দেয় লাইপজিগ। সতীর্থের ছোট্ট করে বাড়ানো হেডে এনকুঙ্কুর হেডেই বল জালে জড়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন রিয়াদ মাহারেজ। ফারান তোরেসের হেড ডি-বক্সে লাইপজিগের একজনের হাতে লাগলে পেনাল্টিটি পায় সিটি।

বিরতির পর মাঠে ফিরেই ছয় মিনিটের মাথায় ব্যবধান ৩-২ করে লাইপজিগ। দানি ওলমোর ক্রসে এবারও হেড করেই স্কোরলাইন ৩-২ করেন এনকুঙ্কু। গোল হজমের মাত্র অয়াচ মিনিট পরে স্কোরশিটে নাম লেখান জ্যাক গ্রিলিশ। এরপর ৭৩তম মিনিটে এসে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এনকুঙ্কু। আর তাতেই স্কোরলাইন হয় ৪-৩। ম্যাচ তখন উত্তেজনার তুঙ্গে।

দুই মিনিট পর সিটির হয়ে এবার স্কোরশিটে নাম লেখান জাও ক্যান্সেলো। ইয়াকি গুন্দোয়ানের অ্যাসিস্ট থেকে সিটিকে ৫-৩ ব্যবধানে এগিয়ে নেন এই পর্তুগিজ ফুলব্যাক। পাঁচ গোল হজমের মিনিট চারেক পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাঞ্জেলিনো। শেষ ১০ মিনিট তাই এক খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় লাইপজিগকে। সেই সুযোগ কাজে লাগিয়ে গ্যাব্রিয়েল জেসুস গোল করে ৬-৩ ব্যবধানের সিটির বড় জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ গোল উৎসব ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল সিটির জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর