Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১ ০৩:৫৫

চলতি বছরের নভেম্বরে নারী বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে। এই বাছাইপর্বকে সামনে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরুষদের ক্রিকেট ফিরলেও প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে নারী ক্রিকেটের সফর। মাঝে ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে খেলেন রুমানা-জ্যোতিরা। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি।

বিজ্ঞাপন

লম্বা বিরতিতে স্কিলে মরচে ধরে যাওয়াই স্বাভাবিক। সেই চিন্তা থেকেই হয়তো নারী বিশ্বকাপ বাছাইয়ের মাস দুয়েক আগে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে রাখা হয়েছে দুই নতুন মুখ।

গত বছর মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। এরপর করোনার কারণে লম্বা সময় ধরে নেই তাদের কোনো খেলা।

জাতীয় দলের নিয়মিত মুখদের প্রায় সবাই ডাক পেয়েছেন। বিসিবি’র রোববার ঘোষিত দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার সানজিদা ইসলাম ও পান্না ঘোষের। একটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সানজিদা আক্তার ও পুজা চক্রবর্তী ডাক পেয়েছেন ওয়ানডে দলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ফারিহা ইসলাম তৃষ্ণা ও দিশা বিশ্বাসের।

আগামী মঙ্গলবার থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দলটির ক্যাম্প। এরপর তারা যাবেন সিলেটে। সেখানে নিজেদের মধ্যে পাঁচটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

২০২২ সালের মার্চ ও এপ্রিলে নিউজিল্যান্ডে বসবে এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ। আর এর আগে নভেম্বরে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, পাপুয়া নিউ গিনি, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আমেরিকা। ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। ৫ ডিসেম্বরে হবে এই পর্বের শেষ খেলা।

বিজ্ঞাপন

জিম্বাবুয়েতে ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১০ দলের বাছাই থেকে চূড়ান্ত পর্বে খেলবে সেরা তিন দল। বাংলাদেশ এখন পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দুইবার বাছাই পর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়েছে।

বাংলাদেশ নারী দল: খুরশিদা খাতুন, শামিমা সুলতানা, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পুজা চক্রবর্তী, দিশা বিশ্বাস।

সারাবাংলা/এসএস

নারী বিশ্বকাপ বাছাই প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর